Bardhaman Agitation: ময়লা বিক্ষোভ, তীব্র যানজট
ময়লা ফেলার জন্য ভ্যাট আছে, কিন্তু ভ্যাটে ময়লা না ফেলে রাস্তায় ফেলা হচ্ছে। রাস্তার মধ্যে ভ্যাটের ময়লা উপচে পড়ছে। দিনের পর দিন গন্ধময় অবস্থা থেকে রেহাই পেতে বৃহস্পতিবার বর্ধমান কালনা রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।
ময়লা ফেলার জন্য ভ্যাট আছে, কিন্তু ভ্যাটে ময়লা না ফেলে রাস্তায় ফেলা হচ্ছে। রাস্তার মধ্যে ভ্যাটের ময়লা উপচে পড়ছে। দিনের পর দিন গন্ধময় অবস্থা থেকে রেহাই পেতে বৃহস্পতিবার বর্ধমান কালনা রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এই এলাকায় গোটা বর্ধমান শহরের ময়লা ফেলা হয় ডাম্পিং গ্রাউন্ডে। প্রায়শই সেই ময়লা উপচে পড়ে রাস্তার উপর। এলাকাবাসীর প্রাণ ওষ্ঠাগত দুর্গন্ধের ঠেলায়। বৃহস্পতিবার দুপুরে কালনা রোড়ের ফার্মের কাছে টানা রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। তাদের দাবি, এখানে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা আছে। তবু রাস্তায় ময়লা উপচে পড়ছে। পুরসভার কর্মী বা পুরসভার অফিসে বারবার জানিয়েও সুরাহা মেলেনি। তাই আজ রাস্তা অবরোধ করেছেন তারা। সমস্যার সমাধান না হলে বড় আন্দোলন হবে। অন্যদিকে এই রাস্তায় অবরোধ হবার জেরে দু ঘন্টার বেশি আটকে পড়ে বাসসহ যানবাহন। যাত্রীরা জানান, তারা এই আন্দোলন সমর্থন করেন। কিন্তু এভাবে সমাধান হবে কী? কতৃপক্ষের অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন।

