Agnimitra Paul: অবনীন্দ্রনাথের বাড়ি ভাঙা নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা
শান্তিনিকেতনের বুকে দাঁড়িয়ে থাকা অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহ্যমণ্ডিত বাড়িটি ভাঙা নিয়ে ফের একবার তীব্র বিতর্ক ছড়াল। অভিযোগ, বোলপুর পুরসভার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফের শুরু হয়েছে সেই বাড়ি ভাঙার কাজ। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, এভাবে বাংলার সংস্কৃতি ও ইতিহাসকে ধ্বংস করা একেবারেই মেনে […]
শান্তিনিকেতনের বুকে দাঁড়িয়ে থাকা অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহ্যমণ্ডিত বাড়িটি ভাঙা নিয়ে ফের একবার তীব্র বিতর্ক ছড়াল। অভিযোগ, বোলপুর পুরসভার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফের শুরু হয়েছে সেই বাড়ি ভাঙার কাজ। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, এভাবে বাংলার সংস্কৃতি ও ইতিহাসকে ধ্বংস করা একেবারেই মেনে নেওয়া যায় না।
এদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও এই ঘটনা নিয়ে সরব হন। তিনি বলেন, ‘যেখানে গোটা বিশ্ব অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্মকে সম্মান করে, সেখানে বাংলাতেই তাঁর স্মৃতি রক্ষা করা গেল না—এটা লজ্জার।’ তাঁর অভিযোগ, সরকারের গাফিলতিতেই এই ঐতিহ্য হারাচ্ছে, তিনি প্রশ্ন তুললেন, হেরিটেজ দফতরের কাজ নিয়েও।
আর কী বললেন অগ্নিমিত্রা পাল? দেখুন ভিডিয়ো।