AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WITT 2024: CAA প্রসঙ্গে সত্তা সম্মেলনে মুখ খুললেন হায়দরাবাদের “ভাইজান” আসাদউদ্দিন ওয়েইসি

WITT 2024: CAA প্রসঙ্গে সত্তা সম্মেলনে মুখ খুললেন হায়দরাবাদের “ভাইজান” আসাদউদ্দিন ওয়েইসি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Feb 27, 2024 | 10:37 PM

Share

দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” কনক্লেভের। সেই কনক্লেভের শেষদিনেই, সত্তা সম্মেলনে অংশ নেন এআইএমআইএম-র প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। রাজনীতির রঙ্গমঞ্চে অন্যতম চর্চিত মুখ তিনি।

দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” কনক্লেভের। সেই কনক্লেভের শেষদিনেই, সত্তা সম্মেলনে অংশ নেন এআইএমআইএম-র প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। রাজনীতির রঙ্গমঞ্চে অন্যতম চর্চিত মুখ তিনি। না-পসন্দ কোনও ইস্যুতে অকপটে ঝাঁঝালো মন্তব্য করতে পিছু হটেন না তিনি। TV9 নেটওয়ার্কের ফ্ল্যাগশিপ কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের তৃতীয় দিনে সত্তা সম্মেলনের মঞ্চে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরলেন তিনি। সিএএ প্রসঙ্গে হায়দরাবাদের সাংসদ বলেন, “পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আসা বা তাদের নাগরিকত্ব দেওয়া নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু এই আইন আসার আগে কি সীমান্তের ওপার থেকে কেউ ভারতে আসত না?”

Published on: Feb 27, 2024 10:34 PM