Car Safety Tips: আর বাধ্যতামূলক নয় ৬টি এয়ারব্যাগ
বছরে ৫ লক্ষ পথ দুর্ঘটনায় প্রায় দেড় লক্ষ মানুষ মারা যান। পথ দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ও যাত্রী সুরক্ষা বাড়াতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। গত বছর কেন্দ্র বলে নতুন গাড়িতে ৬টি এয়ার ব্যাগ থাকতেই হবে। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী বলেন ৬টি এয়ারব্যাগ বাধ্যতামূলক করতে চায় না সরকার।
বছরে ৫ লক্ষ পথ দুর্ঘটনায় প্রায় দেড় লক্ষ মানুষ মারা যান। পথ দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ও যাত্রী সুরক্ষা বাড়াতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। গত বছর কেন্দ্র বলে নতুন গাড়িতে ৬টি এয়ার ব্যাগ থাকতেই হবে। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী বলেন ৬টি এয়ারব্যাগ বাধ্যতামূলক করতে চায় না সরকার। উপভোক্তারা সতর্ক তাঁরা যে গাড়িতে বেশি সুরক্ষা পাবেন সেটাই কিনবেন।
অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামে সুরক্ষার ৫তারা রেটিং পেতে কিন্তু থাকতে হবে ৬টি এয়ারব্যাগ। ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রামে খতিয়ে দেখা হবে গাড়ির নিরাপত্তার খুঁটিনাটি। ক্র্যাশ টেস্টে যেমন পারফর্ম করবে রেটিং সেই অনুযায়ী হবে। আরোহী ও শিশু আরোহীদের ডামি রেখে পরীক্ষা করা হবে কতটা ক্ষতি হচ্ছে ধাক্কায়। গাড়ির সুরক্ষার বিষয়গুলি দুর্ঘটনার সময়ে কতটা কার্যকর তাও দেখা হবে। তারপর দেওয়া হবে রেটিং। কোনও মডেলের গাড়ির সুরক্ষার মাপকাঠি নির্ধারিত হবে এই রেটিং এর ওপরেই। সারা বিশ্বে গ্লোবাল এনসিএপি এই রকম পরীক্ষা করেই রেটিং দিয়ে থাকে। কোনও গাড়ির দামে সরাসরি প্রভাব ফেলবে এই রেটিং। তবে কিছু গাড়ি নির্মাতা সংস্থার দাবি ছিল ৬টি এয়ার ব্যাগ বাধ্যতামূলক করলে গাড়ির দাম বাড়াতেই হবে। এতে গাড়ির বিক্রির পরিমাণে সরাসরি প্রভাব পড়বে।