AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alcohol Business: বিশ্বজুড়ে কমছে মদের বিক্রি, আর মদের বিক্রি বাড়ছে আমাদের দেশে!

Alcohol Business: বিশ্বজুড়ে কমছে মদের বিক্রি, আর মদের বিক্রি বাড়ছে আমাদের দেশে!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Nov 07, 2025 | 4:22 PM

Share

Alcohol Sales: একদিকে পশ্চিমি বিশ্ব যখন মদ্যপান কমাচ্ছে তখনই আমাদের দেশে দেখা যাচ্ছে উল্টো ছবি। সমীক্ষা বলছে ২০০৫ সালে ভারতে বছরে মাথাপিছু মদ খাওয়ার পরিমাণ ছিল ২.৫ লিটার। আর বর্তমানে সেই পরিমাণ দাঁড়িয়েছে ৫ লিটারে।

মদ্যপান নিয়ে তো অনেক রিপোর্ট আমরা দেখতে পাই। মদ্যপানে কোন দেশ এগিয়ে কে পিছিয়ে। আর এবার এক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে বিশ্বজুড়ে কমছে মদের বিক্রি। মদ্যপানে আগ্রহ কমছে পশ্চিমি বিশ্বের। তবে কি স্বাস্থ্য সচেতন হয়ে মদ্যপান কমাচ্ছে ইউরপ-আমেরিকা?

আর এর সঙ্গে পাল্লা দিয়ে কমছে মদ প্রস্তুতকারক সংস্থাগুলোর শেয়ারের দাম। ব্যবসা টিকিয়ে রাখতে তাঁরা নির্ভর করছে একাধিক নন-অ্যালকোহলিক বেভারেজের উপর। এমন পানীয় তাঁরা নিয়ে আসছেন, যাতে অ্যালকোহল নেই অথচ স্বাদ পাওয়া যাবে মদের।

একদিকে পশ্চিমি বিশ্ব যখন মদ্যপান কমাচ্ছে তখনই আমাদের দেশে দেখা যাচ্ছে উল্টো ছবি। সমীক্ষা বলছে ২০০৫ সালে ভারতে বছরে মাথাপিছু মদ খাওয়ার পরিমাণ ছিল ২.৫ লিটার। আর বর্তমানে সেই পরিমাণ দাঁড়িয়েছে ৫ লিটারে।

Published on: Nov 07, 2025 04:18 PM