Durga Puja 2023: দুর্গাপুজোয় 'থিম চুরি'!

Durga Puja 2023: দুর্গাপুজোয় ‘থিম চুরি’!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 18, 2023 | 1:09 PM

সকাল থেকেই ব্যস্ত মেয়র ফিরাদ হাকিম। কেন বলুনতো? কারণ একটাই।খুঁটিপুজো উদ্বোধন করতে হবে। সারাদিনে ৫-৬ টা খুঁটিপুজো উদ্বোধন করতে হচ্ছে তাঁকে। বিভিন্ন খুঁটি পুজোতে মেয়রকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হচ্ছে। ফুলের তোড়া হতে তুলে দেওয়া হচ্ছে। তবে আলিপুর সর্বজনীনের পুজো উদ্যোক্তারা তাঁদের পুজোর থিমের ব্যাপারে 'স্পিকটি নট'। কীসের ভয় পাচ্ছেন পুজো উদ্যোক্তারা? 'থিম চুরির'?

সকাল থেকেই ব্যস্ত মেয়র ফিরাদ হাকিম। চা খাওয়ার সময়টুকু পাচ্ছেন না মেয়র। কেন বলুনতো? কারণ একটাই।খুঁটিপুজো উদ্বোধন করতে হবে। সারাদিনে ৫-৬ টা খুঁটিপুজো উদ্বোধন করতে হচ্ছে তাঁকে। বিভিন্ন খুঁটি পুজোতে মেয়রকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হচ্ছে। ফুলের তোড়া হতে তুলে দেওয়া হচ্ছে। তবে আলিপুর সর্বজনীনের পুজো উদ্যোক্তারা তাঁদের পুজোর থিমের ব্যাপারে ‘স্পিকটি নট’। কীসের ভয় পাচ্ছেন পুজো উদ্যোক্তারা? ‘থিম চুরির’? যদিও ফিরহাদ হাকিম চেতলা অগ্রণীর থিম নিজের মুখেই জানাচ্ছেন। এবারে তাঁদের পুজোর থিম ‘মুকুট ‘।খুঁটিপুজো দিয়ে দুর্গাপূজো সূচনা করল । এবারে আলিপুর সর্বজনীনের ৭৮তম বর্ষে স্বকন্যা ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তারা। চারিদিকে ঢাকের আওয়াজ। সেজেগুজে হাজির কাঠের খুঁটি। গায়ে জড়ানো নতুন গামছা। ফুল মালা সবই আছে কিন্তু মেয়রকে কেউ জানাচ্ছেন না তাঁদের থিম।