Alipurduar News: ফ্রিজ খুলে কী ফেললেন মহকুমাশাসক!

| Edited By: সুপ্রিয় ঘোষ

Aug 30, 2023 | 3:28 PM

আলিপুরদুয়ারে হোটেলে ফ্রিজ থেকে পচা মাছ ছুঁড়ে ফেলে দেন মহকুমাশাসক। আলিপুরদুয়ার শহরে হোটেল গুলিতে পচাখাবার দেওয়া হয়। এরকম অভিযোগ পেয়ে আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার অভিযান চালান।

আলিপুরদুয়ারে হোটেলে ফ্রিজ থেকে পচা মাছ ছুঁড়ে ফেলে দেন মহকুমাশাসক।আলিপুরদুয়ার শহরে হোটেল গুলিতে পচাখাবার দেওয়া হয়।এরকম অভিযোগ পেয়ে আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার অভিযান চালান।এদিন বিকেলে শহরের কলেজহল্ট,মাধব মোড়,নিউটাউন এলাকায় হোটেল গুলিতে অভিযান চালান।বেশ কয়েকটি হোটেলের ফ্রিজে পচা মাছ পান।সে গুলি তিনি ছুড়ে ফেলে দেন।হোটেল মালিক দের স তর্ক করে দিয়েছেন।এরকম চললে দোকান সীল করে দেওয়া হবে।আলিপুরদুয়ার শহরে টায়ারের দোকান গুলিতেও অভিযান করেন।টায়ারে জল জমে রয়েছে কীনা।ডেঙ্গু বাড়ছে।ফলে সচেতনতা দরকার।তিনি এদিন হোটেল অভিযানে এসে বিরক্ত প্রকাশ করেন।আলিপুরদুয়ারে মাঝে মাঝে অভিযান হলেও হোটেল মালিক রা পরিস্কার পরিচ্চন্ন ভাবে ব্যাবসা করছেন না।বাসী খাবার, পচা মাছ দিচ্ছেন।এ নিয়ে তিনি হুশিয়ারি দিয়েছেন।নিজেই ফ্রিজ থেকে পচা মাছ ছুঁড়ে ফেলে দেন।মহকুমাশাসক বিপ্লব সরকার বলেন আমাদের ওরকম অভিযান চলবে।