Supreme Court: SSC সংক্রান্ত সব মামলাই ফিরল হাইকোর্টে, ফ্রেশারদের পরীক্ষা দেওয়া নিয়ে কী বলল কোর্ট?
মামলা চলাকালীন সুপ্রিম কোর্ট জানায়, এসএসসি সংক্রান্ত এই ধরনের সব সমস্যা শুনবে হাইকোর্ট। প্রত্যেক মামলাকারী হাইকোর্টে তাঁদের সমস্যা জানাতে পারবেন। দাগিদের তালিকা প্রকাশ করতে হবে সম্পূর্ণ তথ্যসহ। বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে বন্ধ না হয়, তার জন্য সওয়াল করেন আইনজীবীরা। এই বিষয়টিও হাইকোর্টের উপরেই ছাড়ে সুপ্রিম কোর্ট।
নতুন করে এসএসসি যে পরীক্ষা নিয়েছে সেই মামলাটিও এখন কোর্টে উঠছে। তবে এসএসসি সংক্রান্ত সেই সব মামলা ফের হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট। মামলা চলাকালীন সুপ্রিম কোর্ট জানায়, এসএসসি সংক্রান্ত এই ধরনের সব সমস্যা শুনবে হাইকোর্ট। প্রত্যেক মামলাকারী হাইকোর্টে তাঁদের সমস্যা জানাতে পারবেন। দাগিদের তালিকা প্রকাশ করতে হবে সম্পূর্ণ তথ্যসহ। বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে বন্ধ না হয়, তার জন্য সওয়াল করেন আইনজীবীরা। এই বিষয়টিও হাইকোর্টের উপরেই ছাড়ে সুপ্রিম কোর্ট।