খাস কলকাতায় গেস্ট হাউসে রহস্যজনক ঘটনা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 29, 2025 | 6:25 PM

রবিবার বিকেল ৫টা নাগাদ মুচিপাড়া থানার পুলিশ গেস্ট হাউজ় থেকে ওই মহিলা এবং অভিযুক্ত যুবককে উদ্ধার করা হয়। নিগৃহীতাকে এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবকে আটক করে তাঁর বয়ান রেকর্ড করছে পুলিশ। মুচিপাড়া থানার পুলিশ গেস্ট হাউজ়ে তল্লাশি চালাচ্ছে। 

কলকাতা: খাস কলকাতায় মহিলাকে খুনের চেষ্টা। 159/A বিবি গাঙ্গুলি স্ট্রিট কোলে মার্কেট চত্বরের গেস্ট হাউজ়ে মহিলাকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে! রবিবার বিকেল ৫টা নাগাদ মুচিপাড়া থানার পুলিশ গেস্ট হাউজ় থেকে ওই মহিলা এবং অভিযুক্ত যুবককে উদ্ধার করা হয়। নিগৃহীতাকে এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবকে আটক করে তাঁর বয়ান রেকর্ড করছে পুলিশ। মুচিপাড়া থানার পুলিশ গেস্ট হাউজ়ে তল্লাশি চালাচ্ছে।  রিসেপশনে কর্মরত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে।