তদন্তে সরাসরি বাধাদানের অভিযোগ, আর্থিক বেনিয়ম রোধ আইনে আর কী কী ব্যবস্থা নিতে চলেছে ইডি?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 08, 2026 | 5:59 PM

বৃহস্পতিবার সকালে কয়লা কেলেঙ্কারি মামলায় I PAC এর কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি হানা দেয়। তদন্ত চলাকালীন তল্লাশির মাঝেই ঢুকে পড়েন মমতা। নথি নিয়ে বেরিয়ে আসেন বলে ইডির দাবি।

সক্রিয়ভাবে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী কিংবা তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে ইডি। সংঘাতের জায়গা চওড়া হচ্ছে। এবার সরাসরি হাইকোর্টের দ্বারস্থ ইডি। ইতিমধ্যেই বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। ই মামলায় যাবতীয় নথি নিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবারই জরুরি ভিত্তিতে শুনানির সম্ভাবনা। বৃহস্পতিবার সকালে কয়লা কেলেঙ্কারি মামলায় I PAC এর কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি হানা দেয়। তদন্ত চলাকালীন তল্লাশির মাঝেই ঢুকে পড়েন মমতা। নথি নিয়ে বেরিয়ে আসেন বলে ইডির দাবি।

Published on: Jan 08, 2026 05:58 PM