সরকারি মেলায় স্নিগ্ধজিতের সঙ্গে যা হল…

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 22, 2026 | 5:26 PM

গীতাঞ্জলি মুক্তমঞ্চে বুধবার রাতে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সঙ্গীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। নিজের গান পরিবেশন করতে করতেই মঞ্চের নীচে নেমে অনুগামীদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন স্নিগ্ধজিৎ। অভিযোগ, সেই সময় কেউ একজন ধাক্কা মেরে তাঁকে মঞ্চে ফেরত যেতে বলেন। 

লগ্নজিতার পর এবার স্নিগ্ধজিৎ ভৌমিক! সরকারি মেলায় গান করতে এসে হেনস্থার মুখে আরেক শিল্পী। । মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত সেই মেলাতেই গীতাঞ্জলি মুক্তমঞ্চে বুধবার রাতে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সঙ্গীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। নিজের গান পরিবেশন করতে করতেই মঞ্চের নীচে নেমে অনুগামীদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন স্নিগ্ধজিৎ। অভিযোগ, সেই সময় কেউ একজন ধাক্কা মেরে তাঁকে মঞ্চে ফেরত যেতে বলেন।