Mekhliganj: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল মেখলিগঞ্জের জামালদহ

| Edited By: জয়দীপ দাস

Jan 25, 2026 | 9:55 AM

Physical Harassment: চাপানউতোর চলছে নাবালিকার এক দিদিরও অস্বাভাবিক মৃত্যু নিয়েও। অভিযোগ, অভিযুক্ত এনামুল তাঁর দিদির সঙ্গেও একই আচরণ করেছিল। জানিয়েছে নির্যাতিতা নিজেই। নদীতে বালি তোলার কাজ করে ওই অভিযুক্ত এনামুল। নদীর পাড়ে নাবালিকা খড়ি জোগাড় করতে গেলে এই ঘটনা ঘটে।

মেখলিগঞ্জ: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহ। নাবালিকা ধর্ষণ কাণ্ডে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পকসো ধারায় দায়ের হয়েছে মামলা। সকাল থেকেই এলাকার সচেতন নাগরিক মঞ্চের ডাকে চলছে বনধ। চাপানউতোর চলছে নাবালিকার এক দিদিরও অস্বাভাবিক মৃত্যু নিয়েও। অভিযোগ, অভিযুক্ত এনামুল তাঁর দিদির সঙ্গেও একই আচরণ করেছিল। জানিয়েছে নির্যাতিতা নিজেই। নদীতে বালি তোলার কাজ করে ওই অভিযুক্ত এনামুল। নদীর পাড়ে নাবালিকা খড়ি জোগাড় করতে গেলে এই ঘটনা ঘটে।