পিচ ভাঙছে পাঁপড়ের মতো! যা করলেন গ্রামবাসীরা…
গ্রামবাসীদের অভিযোগ বারবার বলা সত্ত্বেও বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা ওয়ার্ক অর্ডার দেখাতে অস্বীকার করে। শুধু তাই নয় ভাঙা রাস্তার উপর স্থানীয় নিম্নমানের গিটি দিয়ে এবং কম পরিমাণ পিচ দিয়ে রাস্তা নির্মাণের কাজ হচ্ছিল। যার ফলে পিচ ও গিটি হাতে করে পাপড়ের মত ভাঙা যাচ্ছিল।
রাস্তা তৈরি হচ্ছে নিম্নমানের সামগ্রী নিয়ে। ৮০ লাখ টাকার রাস্তার নির্মাণ নিম্নমানের। রাস্তার পিচ উঠে যাচ্ছে পাঁপরের মত। দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। অভিযোগ পেয়ে এসেছিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার। তিনিও কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে যান। জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া শৈলবালা বালিকা বিদ্যালয় থেকে অজয় নদী সংলগ্ন আনন্দপুর ও গোপালপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার নতুন রাস্তার কাজ শুরু হয়েছে। রাস্তা তৈরি হচ্ছে বিটুমিনাস পিচ দিয়ে।
কিন্তু ওয়ার্ক অর্ডার না মেনে ঠিকাদার রাস্তা নির্মাণ তৈরি করছিলেন। অভিযোগ গ্রামবাসীরা রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয়। গ্রামবাসীদের অভিযোগ বারবার বলা সত্ত্বেও বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা ওয়ার্ক অর্ডার দেখাতে অস্বীকার করে। শুধু তাই নয় ভাঙা রাস্তার উপর স্থানীয় নিম্নমানের গিটি দিয়ে এবং কম পরিমাণ পিচ দিয়ে রাস্তা নির্মাণের কাজ হচ্ছিল। যার ফলে পিচ ও গিটি হাতে করে পাপড়ের মত ভাঙা যাচ্ছিল।