Amarjeet Jaikar Viral: হাতে ব্রাশ নিয়ে মাঠের মাঝে গান যুবকের

| Edited By: Tapasi Dutta

Feb 25, 2023 | 11:11 PM

হাতে ব্রাশ নিয়ে মাঠের মাঝে দাঁড়িয়ে যুবক। ফোনের সেলফি ক্য়ামেরা অন করে গান গাইছেন সে। কোনও বাদ্যযন্ত্র ছাড়াই গাইছেন যুবক। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো। কী পরিচয় তাঁর?

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ছেলেটি হাতে ব্রাস নিয়ে একটি মাঠের মাঝে দাঁড়িয়ে আছে। আর তার আশেপাশে দু’টি ছোট্ট বাচ্চা খেলা করছে। হাতে ফোনের সেলফি ক্য়ামেরা অন করে ছেলেটি গান গাইতে শুরু করল। তার সুরেলা কণ্ঠ শুনে আপনিও তার ভক্ত হয়ে যাবেন। কোনও মিউজ়িক ছাড়াই এমনভাবে গাইছে, যা আপনাকে অবাক করবে। ছেলেটির নাম অমরজিৎ জয়কর।তিনি এই ভিডিয়োটি তার টুইটার অ্যাকাউন্ট @AmarjeetJaikar3-তে শেয়ার করেছেন।সোনু নিগম যখন এটি দেখেন, তিনিও শেয়ার করা থেকে নিজেকে আটকাতে পারেননি।সোনু নিগম ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন,’মুম্বাইতে হাজার হাজার মানুষ আছে, যারা অটো-টিউনে গায়। কিন্তু যিনি তার আসল কণ্ঠ দিয়ে হৃদয় মোহিত করেন তিনিই আসল গায়ক’।পাশাপাশি এ ধরনের প্রতিভাকে সম্মান জানানোর কথাও বলেছেন তিনি।শেয়ার করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত এক লাখেরও বেশি ভিউ হয়েছে।তার প্রতিভায় মুগ্ধ হয়ে, অনেকে অনেক কমেন্টও করেছেন।কেউ বলেছেন, ‘কী দারুণ গান গেয়েছে ছেলেটি’।আরও এক ব্যবহারকারী লিখেছেন, ‘ছেলেটি তার গান দিয়ে যেকোনও পেশাদার গায়ককে টেক্কা দিতে পারে। এদের একবার সুযোগ পাওয়া উচিত’।