Drinking Water Pollution: দূষিত জল পান করছেন আমেরিকানরা
২ কোটি ৬০ লক্ষ মানুষ পান করছেন দূষিত জল। প্রতি ১০টি পানীয় জলের উৎসের মধ্যে ১ টি ভরে গেছে দূষকে। ছবিটা কোনও তৃতীয় বিশ্বের দেশের নয়। বিশ্বের উন্নত দেশ আমেরিকার ছবি। ২০০০টি পানীয় জলের উৎসে এই সমীক্ষা চালিয়েছে ইপিএ। এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির একটি রিপোর্টে এমনই দাবি। ওই রিপোর্ট বলছে বেশ কিছু অঞ্চলের পানীয় জল ফর এভার কেমিক্যালে দূষিত।
২ কোটি ৬০ লক্ষ মানুষ পান করছেন দূষিত জল। প্রতি ১০টি পানীয় জলের উৎসের মধ্যে ১ টি ভরে গেছে দূষকে। ছবিটা কোনও তৃতীয় বিশ্বের দেশের নয়। বিশ্বের উন্নত দেশ আমেরিকার ছবি। ২০০০টি পানীয় জলের উৎসে এই সমীক্ষা চালিয়েছে ইপিএ। এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির একটি রিপোর্টে এমনই দাবি। ওই রিপোর্ট বলছে বেশ কিছু অঞ্চলের পানীয় জল ফর এভার কেমিক্যালে দূষিত। ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো থেকে পেনসিলভ্যানিয়ার কলেজভিলে সর্বত্র এক ছবি। পিএফওএ, পিএফওএস জাতীয় রাসায়নিক বিষ মিশে গেছে ওই এলাকার পানীয় জলে। বিভিন্ন বাণিজ্যিক প্রডাক্ট উৎপাদনে উৎপন্ন ওই মারণ বিষ। আমেরিকানদের রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রজননগত সমস্যা বাড়বে এতে। শিশুদের বিকাশে সমস্যা করবে ওই বিষাক্ত পানীয় জল। ক্যানসারের ঝুঁকিও বাড়াবে ওই জল। আমেরিকানদের রক্ত স্রোতেও পাওয়া যাচ্ছে পিএফএএসের মতো মারাত্মক ক্ষতিকর যৌগ। ২০০০টি জলের উৎসের মধ্যে ২২০টিতে অন্তত ১টি ফর এভার কেমিক্যাল আছে। ইপিএ আমেরিকা প্রশাসনকে এ বিষয়ে সজাগ করেছে। পরবর্তীকালে আরও ৩০০০টি জলধারার ওপরে এই পরীক্ষা করেছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল দেশজুড়ে।