SIR in Bengal: এসআইআর আবহে ব্যাপক বিক্ষোভ বারুইপুরে

| Edited By: জয়দীপ দাস

Jan 19, 2026 | 9:56 PM

SIR: প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আন্দোলনের জেরে বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় ব্যাপক যানজটও তৈরি হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে এক বিক্ষোভকারী বলেন, “এটা সাধারণ মানুষের ক্ষোভ। সাধারণ মানুষ খুবই উত্তেজিত হয়ে রয়েছে। নির্বাচন কমিশনকে বলছি এসআইআর করুন, কিন্তু যেভাবে হেনস্থা করা হচ্ছে তা ঠিক নয়।”

বারুইপুর: এসআইআর আবহে শুনানিকে কেন্দ্র করে বিগত কয়েক দিন ধরে ব্যাপক বিক্ষোভের ছবি দেখা গিয়েছে বাংলায়। এবার এসআইআর-কে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ বারুইপুরে। ব্যাপক বিক্ষোভ বাম কর্মী-সমর্থকদের বিক্ষোভ। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আন্দোলনের জেরে বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় ব্যাপক যানজটও তৈরি হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে এক বিক্ষোভকারী বলেন, “এটা সাধারণ মানুষের ক্ষোভ। সাধারণ মানুষ খুবই উত্তেজিত হয়ে রয়েছে। নির্বাচন কমিশনকে বলছি এসআইআর করুন, কিন্তু যেভাবে হেনস্থা করা হচ্ছে তা ঠিক নয়।”