Amit Shah in Bengal: বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে না কোনও প্রকল্প, বললেন শাহ
Amit Shah News: লোকসভা ভোটের আগে এই বার্তাকেই বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করেছিল রাজ্যের শাসকশিবির। তবে বিজেপি বলেছিল, গোটাটাই রাজনৈতিক অভিসন্ধি। এবার বাংলায় এসেও সেই বার্তাই দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কোনও প্রকল্প বন্ধ হবে না।
কলকাতা: বিজেপি ক্ষমতায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ! লোকসভা ভোটের আগে এই বার্তাকেই বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করেছিল রাজ্যের শাসকশিবির। তবে বিজেপি বলেছিল, গোটাটাই রাজনৈতিক অভিসন্ধি। এবার বাংলায় এসেও সেই বার্তাই দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কোনও প্রকল্প বন্ধ হবে না।
এদিন সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ‘বাংলায় বিজেপিকে নিয়ে অনেক অপপ্রচার চলছে। কিন্তু আমি আজ সবটাই স্পষ্ট করে দিতে চাই। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে এখানে চলমান কোনও প্রকল্প বন্ধ করা হবে না। বরং আরও নতুন প্রকল্প চালু করবে সরকার। এখনকার সরকার যা চালাচ্ছে, তার চেয়েও রেকর্ড প্রকল্প দেওয়া হবে।’