Amit Shah: সন্ত্রাসবাদ দমনে ফের বড় বার্তা, পাকিস্তানকে কী বললেন শাহ?

Dec 27, 2025 | 10:39 PM

ন্ত্রাসবাদ নির্মূলে কীভাবে দেশের তদন্তকারী সব সংস্থাগুলিকে একছাতার তলায় নিয়ে এসে কাজ করা উচিত সেই কথাই বলেছেন তিনি। পহেলগাঁওয়ের তদন্ত চলছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় জিরো টলারেন্স যে নীতি তার উল্লেখও করেছেন। এইবার ছায়াযুদ্ধ বন্ধ করবেন শাহবাজ-মুনির? 

পাকিস্তানকে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এনআইএ-র সম্মেলন মঞ্চ থেকে মূলত, পহেলগাঁওয়ের ঘটনার কথা সামনে এনেছেন। সন্ত্রাসবাদ নির্মূলে কীভাবে দেশের তদন্তকারী সব সংস্থাগুলিকে একছাতার তলায় নিয়ে এসে কাজ করা উচিত সেই কথাই বলেছেন তিনি। পহেলগাঁওয়ের তদন্ত চলছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় জিরো টলারেন্স যে নীতি তার উল্লেখও করেছেন। এইবার ছায়াযুদ্ধ বন্ধ করবেন শাহবাজ-মুনির?