Aishwarya Rai Bachchan: অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জেরে এবার পুত্রবধূকে আনফলো বিগ বি-র?
Aishwarya Rai Bachchan: শোনা যাচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে নাকি অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এমন পরিস্থিতিতে নাকি অমিতাভ অনফলো করেছেন ঐশ্বর্যকে। কিন্তু অমিতাভের ইনস্টাগ্রাম সেটিং অন্যরকম। তিনি 'প্রাইভেট' করে রেখেছেন অনেককিছু। যেমন, তিনি কাকে ফলো করেন, সেটা কাউকে জানতে দেন না।
‘অ্যানিম্যাল’ ঝড়
‘অ্যানিম্যাল’ ছবি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক বর্তমান। তবে ছবি বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছে, তা বলিউডের জন্য সৌভাগ্য। কারণ এই ছবি মাত্র ৬ দিনে ঘরে তুলেছে ৫৪০ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষেই ছবি ৬০০ কোটির মাত্রা স্পর্শ করবে বলে সিনেপাড়ার অনুমান।
হৃত্বিক-দীপিকা রোম্যান্স
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘ফাইটার’ ছবির টিজার। যেখানে দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশনের বোল্ড দৃশ্য দেখে মুগ্ধ নেটপাড়া। লিপলকে নয়া কেমিষ্ট্রি ঝড় তুলল ভক্তমনে। বন্ধ ট্রোলারদের মুখ। কেবল প্রশংসায় ভাসছেন হৃত্বিক-দীপিকা।
জবাব দিলেন তৃপ্তী দিম্রি
‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে বেশ কিছুদিন ধরেই কটাক্ষের মুখে অভিনেত্রী তৃপ্তী দিম্রি। এবার ট্রোলারদের জবাব দিতে সরব হলেন অভিনেত্রী। বললেন, যতদিন আমি ঠিক মনে করব, “যতদিন আমার সেটের সকলে আমায় সেই পরিবেশটা দেবে, যতদিন আমার মনে হবে আমি ঠিক করছি, আমি ততদিনই করব।”
ঐশ্বর্যকে আনফলো অমিতাভের
শোনা যাচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে নাকি অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এমন পরিস্থিতিতে নাকি অমিতাভ অনফলো করেছেন ঐশ্বর্যকে। কিন্তু অমিতাভের ইনস্টাগ্রাম সেটিং অন্যরকম। তিনি ‘প্রাইভেট’ করে রেখেছেন অনেককিছু। যেমন, তিনি কাকে ফলো করেন, সেটা কাউকে জানতে দেন না।
প্রয়াত জুনিয়র মেহমুদ
প্রয়াত অভিনেতা মেহমুদ। সকলে তাকে জুনিয়র মেহমুদ নামেই চেনেন। ৬৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। দীর্ঘদিন পেটের ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা। ‘কারওঁয়া’, ‘হাতি মেরে সাথী’, ‘মেরা নাম জোকার’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। তার মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা বলিউড।
পরম-স্বস্তিকা জুটি
পরমব্রত চট্টোপাধ্যায় এখন হানিমুনে ব্যস্ত। তারই মাঝে এল নয়া ছবির খবর। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে ছবি তৈরি করছেন। বিপরীতে কে জানেন? তিনি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। চর্চিত এই জুটি আবারও ফিরছে পর্দায়।
বিয়েবাড়িতে দুই প্রাক্তনের দেখা
বিয়েবাড়ি ভারী মজার জায়গা। নতুন প্রেম হতে পারে। বহু লোকের সমাগমে হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসতে পারে। প্রাক্তনের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে অনায়াসে। সেরকমই একটি ঘটনা ঘটেছে অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়েতে। প্রাক্তন-প্রাক্তনী জুটির দেখা হয়েছে। এবং দেখা হতেই একে-অপরকে আলিঙ্গন করেছেন প্রাক্তন স্বামী-স্ত্রী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী অনিন্দিতা বসু।
নিজেকে ‘পাগল’ বললেন শ্রীলেখা
নিজের মুখেই নিজেকে ‘পাগল’ বলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাড়ির নীচের তলায় লিফ্ট দিয়ে উপরে ওঠার সময় নিজের মানসিক স্থিতি সম্পর্কে এমন মন্তব্য কেন করলেন শ্রীলেখা? কেবল তাই-ই নয়। হাউহাউ করে কেঁদে যাচ্ছিলেন তিনি। একটি বিড়াল তাঁর পা জড়িয়ে ধরে রেখেছিল। সেই অসহায় প্রাণীকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারছিলেন না অভিনেত্রী। তাই কেঁদে ফেলেছেন কষ্টে।
প্রযোজক নেই, আক্ষেপ পরিচালকের
২০১০ সালে সম্প্রচার শুরু হয়েছিল ‘গানের ওপারে’ ধারাবাহিক। সেই ধারাবাহিকের ছিল না বিশেষ টিআরপি। তবুও নান্দনিকতার জোরে আজও সকলের স্মৃতিতে জ্বলজ্বল করছে ধারাবাহিকটি। কেন অমন ধারাবাহিকে তৈরি হয় না আর? প্রশ্ন করায় পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, “প্রযোজক কই। এখন আর কেউ এই ধরনের ধারাবাহিক তৈরি করার সাহসই পান না।”