Amitabh Bachchan: হঠাৎ উদয় অমিতাভের ‘নতুন ছেলে’, সোজা চাইলেন সম্পত্তিতে ভাগ!
Amitabh Bachchan Controversy: দীর্ঘদিন ধরেই জনপ্রিয় শো কৌন বানেগা ক্রৌড়পতি সঞ্চালনা করছেন বিগ বি। তবে এই অনুষ্ঠানেই বড় বিপাকে পড়লেন তিনি। অমিতাভ বচ্চনের সম্পত্তির ভাগ চাইলেন এক জনপ্রিয় ইউটিউবার। এবার কী করবেন? সত্যিই সম্পত্তির ভাগ দিতে হবে ইউটিউবারকে?
কৌন বানেগা ক্রৌড়পতি মানেই অমিতাভ বচ্চন। দীর্ঘদিন ধরেই এই জনপ্রিয় শো সঞ্চালনা করছেন বিগ বি। তবে এই অনুষ্ঠানেই বড় বিপাকে পড়লেন তিনি। অমিতাভ বচ্চনের সম্পত্তির ভাগ চাইলেন এক জনপ্রিয় ইউটিউবার। এবার কী করবেন? সত্যিই সম্পত্তির ভাগ দিতে হবে ইউটিউবারকে?
আসলে কৌন বানেগা ক্রৌড়পতি অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন ইউটিউবার সময় রায়না ও তন্ময় ভাট। সেখানে দুই ইউটিউবার বিগ বি-র মুখে তাঁর বিখ্যাত সিনেমা শাহেনশাহ-র ডায়লগ শুনতে চান। অমিতাভও দাবি মেনে বলেন, ‘রিস্তে মে তো হাম তুমাহারে বাপ লগতে হ্যায়…’। বলা মাত্রই সময় রায়না বললেন, “আপনি তো আমাকে ছেলে বানিয়ে ফেলেছেন, এবার তাহলে সম্পত্তির ভাগ দিন!” ইউটিউবারের মুখে এমন কথা শুনে তো অবাক অমিতাভ। পরে অবশ্য হেসে কুপোকাত হন বিগ বি।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
