অমিতাভ বচ্চন
৮০ পেরিয়েও অপ্রতিরোধ্য অমিতাভ বচ্চন। ব্যারিটোন কণ্ঠের অধিকারী অমিতাভকে অল ইন্ডিয়া রেডিয়ো প্রথমে ‘খারাপ কণ্ঠের অধিকারী’ বলে বাদ দিয়েছিল। সেই মানুষটাই পরবর্তীতে হয়ে উঠলেন ‘ভারতের কণ্ঠ’। কলকাতার ডালহাউসিতে কর্মজীবন শুরু। বাঙালি পরিচালক মৃণাল সেনের ‘ভুবন সোম’ ছবিতে কথক হিসেবে কাজ করেছিলেন। নৈনিতালের শেরউড কলেজ এবং দিল্লির কিরোরিমল কলেজ থেকে লেখাপড়া শেষ করে বলিউড জীবন শুরু করেন। অভিনয় করেছেন ২০০টিরও বেশি ছবিতে। ‘আনন্দ’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘অগ্নিপথ’… ছবির সংখ্যা প্রচুর। এক সময়ের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ পরবর্তীতে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সৌজন্যে হয়ে উঠেছেন ভারতবাসীর ড্রয়িংরুমের পছন্দের মানুষ। হালফিলের ‘পিকু’, ‘পিঙ্ক’, ‘বদলা’র মতো ছবিতেও দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষর রেখেছেন। সারা জীবনে প্রচুর পুরস্কার পেয়েছেন। সেরা অভিনেতা হিসেবে চারবার জাতীয় পুরস্কার, ১৬বার ফিল্মফেয়ার (২০২৩ সাল পর্যন্ত)। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে সম্মানেও সম্মানিত অমিতাভ বচ্চন।