অমিতাভের বাংলোতে ঢুকল জল, প্রবল বর্ষায় বিপত্তি, ভাইরাল ভিডিয়ো
বর্তমানে ‘প্রতীক্ষা’ বাংলোটি অমিতাভ তাঁর মেয়ে শ্বেতা বচ্চনের নামে লিখে দিয়েছেন। তবে বৃষ্টির জেরে সেই বাংলোর এখন করুণ অবস্থা। তা চোখে পড়তেই চিন্তায় ডুবেছেন অনুরাগীরা।

গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে মুম্বইয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলমগ্ন রাস্তাঘাট। যার জেরে রাস্তায় বাড়ছে ট্র্যাফিক, পাশাপাশি বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে জলের তলায়। যার জেরে জল জমছে সেলিব্রিটিদের বাড়িতেও। জ্যামের পাশাপাশি এবার বৃষ্টির প্রভাব এসে পড়েছে বলিউড তারকাদের অন্দরমহলে। অমিতাভ বচ্চনের আগের বাংলো ‘প্রতীক্ষা’ জলমগ্ন হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বাংলোর ভিতরের ও বাইরের জলমগ্ন অবস্থার একাধিক ছবি ও ভিডিয়ো। এই বাংলো জুহুতে অবস্থিত।
‘প্রতীক্ষা’ বাংলোটি বচ্চন পরিবারের এক আবেগঘন ঠিকানা। ১৯৭৬ সালে অমিতাভ বচ্চন এই বাড়িটি কেনেন। এখানেই তাঁর বাবা, প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চনের সঙ্গে তিনি প্রথম বসবাস শুরু করেন। এই বাড়িতেই জন্ম হয় তাঁর দুই সন্তান শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চনের। পরবর্তীতে পরিবারের মূল আবাস হয়ে ওঠে আরেকটি বাংলো ‘জলসা’, যা প্রতীক্ষা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত।
বর্তমানে ‘প্রতীক্ষা’ বাংলোটি অমিতাভ তাঁর মেয়ে শ্বেতা বচ্চনের নামে লিখে দিয়েছেন। তবে বৃষ্টির জেরে সেই বাংলোর এখন করুণ অবস্থা। তা চোখে পড়তেই চিন্তায় ডুবেছেন অনুরাগীরা। জুহু এলাকা, যেখানে বলিউডের বহু তারকার বিলাসবহুল ফ্ল্যাট বাংলো রয়েছে, সেখানে বর্ষার এই ছবি নতুন কিছু নয়। তবে এই বছর বৃষ্টিপাতের পরিমাণ আগের বছরের তুলনায় অনেকটাই বেশি হওয়ায় এই বিপত্তি।
যদিও সূত্রের খবর প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিশেষ পদক্ষেপের খবর পাওয়া যায়নি। তবে জল নিকাশের কাজ চলছে বলে জানিয়েছে বিএমসি (BMC)।
