AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan on Ratan Tata: রতন টাটারও ধার! অজানা ঘটনা শেয়ার অমিতাভ বচ্চনের

Amitabh Bachchan on Ratan Tata: রতন টাটারও ধার! অজানা ঘটনা শেয়ার অমিতাভ বচ্চনের

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Oct 29, 2024 | 11:53 PM

রতন টাটার মৃত্যুশোক এখনও ভুলতে পারছেন না অনেকেই। সম্প্রতি টাটার সঙ্গে কাটানো একটি মুহূর্তের কথা ভাগ করে নিলেন অমিতাভ বচ্চন। একবার একই ফ্লাইটে করে তাঁরা লন্ডন যাচ্ছিলেন। এয়ারপোর্টে তাঁকে নেওয়ার জন্য একটি গাড়ি আসা কথা ছিল কিন্তু আসেনি। তখন হোটেলে ফোন করার জন্য কিছু টাকা অমিতাভের থেকে ধার চেয়েছিলেন টাটা।

রতন টাটার ধার
রতন টাটার মৃত্যুশোক এখনও ভুলতে পারছেন না অনেকেই। সম্প্রতি টাটার সঙ্গে কাটানো একটি মুহূর্তের কথা ভাগ করে নিলেন অমিতাভ বচ্চন। একবার একই ফ্লাইটে করে তাঁরা লন্ডন যাচ্ছিলেন। এয়ারপোর্টে তাঁকে নেওয়ার জন্য একটি গাড়ি আসা কথা ছিল কিন্তু আসেনি। তখন হোটেলে ফোন করার জন্য কিছু টাকা অমিতাভের থেকে ধার চেয়েছিলেন টাটা।

শ্রুতির স্বপ্ন
নৈহাটির বড়মা-এর পুজো ছাড়া কালীপুজো যেন অসম্পূর্ণ। তাঁর কাছে গেলে খালি হাতে কেউ ফেরেন না। প্রায় ১০০ বছরের এই পুজো। দেশ-বিদেশ থেকে অনেকেই আসেন বড়মায়ের দর্শনে। কালীপুজোর ঠিক আগেই অভিনেত্রী শ্রুতি দাসকে মা স্বপ্নে দেখা দিলেন।

গর্বিত শ্রীময়ী
মুক্তি পেতে চলেছে ‘ভুল ভুলাইয়া ৩’। এই ছবিতে বিদ্যা বালান, কার্তিক আরিয়ান এবং মাধুরি দীক্ষিত-সহ দেখতে পাওয়া যাবে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিককে। বিশেষ লুকে দেখা গিয়েছে তাঁকে অভিনেতার সেই ছবি পোস্ট করেই স্বামীকে প্রশংসায় ভরালেন শ্রীময়ী চট্টরাজ।

চাঁচাছোলা সায়ন্তিকা
দমদম উত্তরের প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির ঘটনায় বঙ্গ রাজনীতি উথালপাথাল। চুপ করে নেই বিধায়ক সায়ন্তিকাও। এ দিন অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ বরানগরের গোপাল লাল ঠাকুর রোড থেকে শুরু হয় সায়ন্তিকার নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ মিছিল। সেখানেও গর্জে ওঠেন সায়ন্তিকা।

অর্জুন সিঙ্গল!
দীর্ঘ ছয় বছরের সম্পর্কে নাকি যবনিকা পতন ঘটেছে। এ গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে বলিউডে। এ বার বার যেন আর চুপ থাকতে পারলেন না অর্জুন কাপুর। ঘোষণা করে দিলেন ‘আমি সিঙ্গল’। জানিয়ে দিলেন মালাইকা অরোরার সঙ্গে তাঁর সম্পর্ক চুকেছে।

প্রাক্তন প্রেমিক কে?
চর্চায় নিমরত কৌর। ‘দসভি’ ছবির শুটিংয়ের সময় অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়। তার জেরেই নাকি ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের দাম্পত্যে চিড় ধরে। এই গুঞ্জনই ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমে। এবার প্রাক্তন প্রেমিককে নিয়ে মুখ খুললেন নিমরত। জানালেন, সে তাঁরই সহপাঠী। দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই। স্ত্রী-সন্তান নিয়ে বিবাহিত জীবন কাটাচ্ছেন তিনি।

বক্স অফিস লড়াই
আর মাঝে মাত্র ৩ দিনের অপেক্ষা। তারপরই দিওয়ালির দিন বক্স অফিসের লড়াই জমাতে আসছে ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেন। ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে ছবির। ভুল ভুলাইয়া ৩ ছবিটি ২০১৯ টি শো পেয়েছে। সঙ্গে ৩৭০০০ এর বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অন্যদিকে সিংঘম এগেন ছবিটি পেয়েছে ৫৬১ টি শো মাত্র। সঙ্গে এখনও পর্যন্ত ৫৯৩০ টি টিকিট বিক্রি হয়েছে মাত্র।

বিতর্কে স্বরূপ
আবারও বিতর্কে জড়ালেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। জানা গিয়েছে তাঁর নামে ২৩৩ জন পরিচালক মানহানির মামলা ঠুকেছেন। আলিপুর নিম্ন আদালতে যে মামলা ইতিমধ্যেই গ্রহণ হয়েছে। ক্ষতিপূরণ বাবদ চাওয়া হয়েছে ২৩ কোটি টাকা।

ছাড়পত্র পেল সিংহম এগেইন
অজয় দেবগন এবং করিনা কাপুর খান অভিনীত সিংঘম এগেইন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) অবশেষে পাশ করল। পেল পারিবারিক ছবির তকমা। মোট রানটাইমের থেকে প্রায় ৭.১২ মিনিটের ফুটেজ কাটছাঁট করার নির্দেশ এসেছিল, তা মানতেই স্বস্তিতে টিম।