Amitabh Bachchan on New Parliament: নতুন সংসদ ভবনের আকৃতি নিয়ে খোঁচা অমিতাভের?
নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজকীয় আয়োজনে যখন সারা দেশে উদ্বেলিত ঠিক তখনই বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের এক টুইট নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।
খোঁচা অমিতাভের?
নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজকীয় আয়োজনে যখন সারা দেশে উদ্বেলিত ঠিক তখনই বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের এক টুইট নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। নতুন সংসদ ভবনের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “একজন প্রাক্তন সাংসদ হিসেবে আমার প্রশ্ন, যে নকশা করা হয়েছে তার নেপথ্যে পৌরাণিক, ধর্মতাত্ত্বিক, জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কী কারণ রয়েছে?”
বদ্রীনাথে অক্ষয় কুমার
এই সপ্তাহেই শুটিংয়ের জন্য উত্তরাখণ্ডে যান অক্ষয় কুমার। শুটিংয়ের ফাঁকে কেদারনাথ দর্শনে গিয়েছিলেন তিনি। এবার গেলেন বদ্রীনাথ। কপালে শ্বেতচন্দনের প্রলেপ, গলায় উত্তরীয়, পরনে কালো হুডি ও ট্রাউজার পরে হাজির হলেন পুণ্যভূমিতে।
মরুরাজ্যে পরিণীতির বিয়ে?
শোনা যাচ্ছে, এই শীতেই নাকি সাতপাক ঘুরবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সূত্র জানাচ্ছে, দিদির পথেই হাঁটবেন পরিণীতি। প্রিয়াঙ্কার মতো রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়িকা। ইতিমধ্যেই মরুরাজ্যে পৌঁছে গিয়েছেন তাঁরা, জোরকদমে চলছে রেইকি।
‘ক্ষমা’ চাইলেন আলিয়া
দাদুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিদেশ সফর বাতিল করেছেন আলিয়া ভাট। আবু ধাবিতে বসেছিল আইফা ২০২৩ অ্যাওয়ার্ডের আসর। সেখানে ‘গাঙ্গুবাই’-এর জন্য় সেরা মুখ্য চরিত্রের শিরোপা ওঠে তাঁর মাথায়। শো-যাওয়ার জন্য় এয়ারপোর্টে পৌঁছেও ফিরে আসেন। এবার সোশ্যাল মিডিয়ায় না যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী। লেখেন, ‘উপস্থিত না থাকতে পারার জন্য দুঃখিত। ধন্যবাদ আইফা ও সকল দর্শককে।’
ডিনার ডেটে করিশ্মা
বিবাহ বিচ্ছেদের ৯ বছর পর প্রাক্তন স্বামীর সঙ্গে ডিনার ডেটে দেখা গেল করিশ্মা কাপুরকে। মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে ডিনার সেরে বেরনোর ছবি ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়। ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
অপমানিত মনোজের স্ত্রী
বাছাই করা ছবিতে অভিনয় করেন মনোজ বাজপেয়ী। তাঁর এই অভ্য়াস স্ত্রীয়ের জন্যই। একবার তাঁর স্ত্রী শাবানা হলে গিয়েছিলেন তাঁর একটি ছবি দেখতে। সেখানে সবাই মনোজের অভিনয় নিয়ে হাসাহাসি করেন। বাড়ি ফিরে স্বামীকে অনুরোধ জানান, আর সব ছবিতে অভিনয় না করতে।
প্রিয় অভিনেতার সঙ্গে জয়া
এই মুহূর্তে আবু ধাবিতে রয়েছেন জয়া আহসান। সেখানেই তাঁর ‘হঠাৎ দেখা’ অভিনেতা বিজয় বার্মার সঙ্গে। প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তোলার লোভ সামলাতেই পারলেন না নায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে বিজয়ের ‘দহাড়’। সিরিজটি দেখেই বিজয়ের প্রশংসায় পঞ্চমুখ জয়া।
ছেলের ঝলক শেয়ার নুসরতের
এমনিতে ছেলে ঈশানের ছবি খুব একটা শেয়ার করতে দেখা যায় না নুসরত জাহানকে। তবে রবিবার দুপুরে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ঈশানের ঝলক। না,মুখ দেখাননি, তবে শেয়ার করেছেন খুদে এক পায়ের ছবি যাতে লেখা ঈশানের নামের প্রথম অক্ষর– YD… ঈশান দাশগুপ্ত।
প্রেম করছেন ইন্দ্রনীল-শ্রীমা?
অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং শ্রীমা ভট্টাচার্যকে কেন্দ্র করে গুঞ্জন ক্রমশ বাড়ছে। শোনা যাচ্ছে, তাঁরা নাকি সম্পর্কে রয়েছেন। এও শোনা গিয়েছে, একসঙ্গে নাকি আন্দামানেও ঘুরতে গিয়েছিলেন দু’জনে। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে তাঁরা একেবারে ‘স্পিক্টি নট’।