Mosquito Bite: শরীরের এই গন্ধে বেশি মশা কামড়ায়

সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে এর কারণ। মশার এমন আচরণের সঙ্গে সম্পর্কিত গন্ধ। মানুষের দেহের নির্দিষ্ট গন্ধে প্রলুব্ধ হয়ে কামড়ায় মশক বাহিনী। জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ ম্যালেরিয়া গবেষণা কেন্দ্রের এই গবেষণা সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত। একটি খাঁচায় আফ্রিকান ম্যালেরিয়ার বাহক মশা রেখে তাদের ৬জন মানুষের সঙ্গে একটি টিউব দিয়ে যুক্ত করা হয়

Mosquito Bite: শরীরের এই গন্ধে বেশি মশা কামড়ায়
| Edited By: | Updated on: May 29, 2023 | 2:16 PM

অনেককে বেশি মশা কামড়ায়। আবার একই জায়গায় থাকলেও অনেককে ততটা মশা কামড়ায় না। কেন এমন হয় জানেন? সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে এর কারণ। মশার এমন আচরণের সঙ্গে সম্পর্কিত গন্ধ। মানুষের দেহের নির্দিষ্ট গন্ধে প্রলুব্ধ হয়ে কামড়ায় মশক বাহিনী। জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ ম্যালেরিয়া গবেষণা কেন্দ্রের এই গবেষণা সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত। একটি খাঁচায় আফ্রিকান ম্যালেরিয়ার বাহক মশা রেখে তাদের ৬জন মানুষের সঙ্গে একটি টিউব দিয়ে যুক্ত করা হয়। ওই ৬ জন এই তাঁবুগুলোতে ঘুমোতেন। তাঁদের শ্বাস প্রশ্বাস এবং শরীরের গন্ধ পাম্প করে মশার খাঁচায় পাঠানো হত। গবেষণায় দেখা যায় মশারা বাতাসের কার্বক্সিলিক অ্যাসিডের গন্ধে সবচেয়ে বেশি আকর্ষিত হয়। কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায় দুধ এবং দুধ জাতীয় খাবারে। দই, চিজ, ক্রিম আর পনিরেও পাওয়া যায় কার্বক্সিলিক অ্যাসিড। যাঁদের শরীরের ঘামে বা নিঃশ্বাসে কার্বক্সিলিক অ্যাসিডের উপস্থিতি থাকে তাঁদের প্রতি বেশি আকর্ষিত হয় মশা। বিজ্ঞানীদের আশা ভবিষ্যতে ম্যালেরিয়া,ডেঙ্গু ও অন্য মশা বাহিত রোগের মোকাবিলায় এই ফল কাজে দেবে।

Follow Us: