Loading video

Amitabh Bachchan: এখানে নিত্য পূজিত হন অমিতাভ, পাঠ হয় অমিতাভ চালিসা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 10, 2023 | 10:04 PM

Bollywood News: রাত পোহালেই ৮১ বছর বয়সে পা দেবেন অমিতাভ বচ্চন। সাজোসাজো রব কলকাতার বন্ডেল গেটের একটি বাড়িতে। বাড়ির নাম ‘বচ্চন ধাম’। সেখানে নিত্য পূজিত হন অমিতাভ বচ্চন। পাঠ হয় অমিতাভ চালিসা।

বচ্চন ধামে অমিতাভ-পুজো
রাত পোহালেই ৮১ বছর বয়সে পা দেবেন অমিতাভ বচ্চন। সাজোসাজো রব কলকাতার বন্ডেল গেটের একটি বাড়িতে। বাড়ির নাম ‘বচ্চন ধাম’। সেখানে নিত্য পূজিত হন অমিতাভ বচ্চন। পাঠ হয় অমিতাভ চালিসা। বিরাট সিংহাসনে বসে থাকে তাঁর মূর্তি। ঘটনাটি ঘটিয়েছেন অমিতাভের ভক্ত সঞ্জয় পাটোদিয়া। এ বছর তাঁর জন্মদিনের পর শিবপুজো শেষে ৮১ জন বাচ্চার হাতে তুলে দেওয়া হবে স্কুল ব্য়াগ, লেখাপড়ার সামগ্রী। দুপুরে খাওয়াদাওয়ার ব্যবস্থাও আছে তাঁদের। সব মিলিয়ে জমজমাটি ব্যাপার।

প্রতারণার শিকার আফতাব
বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি এবার পা দিয়ে ফেললেন ফাঁদে। হঠাৎ ফোনে এল এক মেসেজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল রাখতে আপলোড করুন KYC। বার্তা দেখে নির্দেশ মেনে সবটাই করেন আফতাব, তারপরই পান আরও এক মেসেজ। তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে দেড় লাখ টাকা। ইতিমধ্যেই বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন আফতাব।

করণের উপদেশ
করণ জোহর—একটা সময় তিনি নিজেই ছিলেন অ্যাংজাইটির শিকার। মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে তাই অভিনেতার আবেদন: যাঁদের পরিবারে মানসিক রোগী রয়েছেন, তাঁদের ফেলে রাখবেন না, পেশাগত চিকিৎসার প্রয়োজন। ঠিক যেমন আমরা ব্লাডপ্রেসার, সুগারের বিষয়ে সচেতন, ঠিক ততটাই সচেতনতার প্রয়োজন।

পাল্টে গেলেন রণবীর?
মদ-মাংস স্পর্শ করবেন না রণবীর কাপুর। ঠিকই শুনেছেন। এবার কাপুর-সন নিলেন নতুন শপথ। তিনি বলিউডের রাম, অর্থাৎ রামায়ণ ছবির কাজ শুরু করতে চলেছেন। আর সেই শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলিউড সূত্রে খবর, যতদিন এই চরিত্রে কাজ করবেন, ততদিন পর্যন্ত নিজেকে এসব থেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মোদী-ভক্ত নন অক্ষয়
কোনও রাজনৈতিক দলের অফিসিয়াল সদস্য না হয়েও অক্ষয় কুমারকে বহুদিন দাগিয়ে দেওয়া হয়েছে ‘মোদী ভক্ত’ হিসেবে। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের ক্যাম্পেনে অংশ নেওয়া থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নেওয়ার কারণে, তাঁকে নিয়ে রয়েছে এই রটনা। যদিও তাঁর দাবি, তিনি ‘ভক্ত’ নন। যা ভাল, তাই-ই ছবির মধ্যে দিয়ে তুলে ধরেন। সে মোদীর জমানাতেই ঘটুক, অথবা কংগ্রেসি জমানায়।

বিপাশার সঙ্কোচ
মা হয়েছেন বেশ কিছু মাস আগে। মেয়ে দেবীকে জন্ম দেওয়ার পর কিছুটা ওজন বেড়ে গিয়েছে তাঁর। স্বাভাবিক ভাবেই সেই ‘হট অ্যান্ড সেক্সি’ রূপ আর তাঁর নেই। এবার জিমে যাওয়ার পথে তাঁকে পাপারাৎজিরা ঘিরে ধরতেই খানিক সঙ্কোচ বোধ তাঁর। আর্তি, “দাঁড়ান, আগে ওজন ঝরাতে দিন কিছুটা।”

শুভমনের আরোগ্য় কামনায় সারা
একদিনের ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে পারেননি শুভমন গিল। তিনি ডেঙ্গিতে আক্রান্ত। ভর্তি আছেন চেন্নাইয়ের এক হাসপাতালে। তাঁর প্লেটলেট ৭০ হাজার। তারকা ক্রিকেটারের আরোগ্য কামনা করছে গোটা দেশ। এবার শুভকামনা জানালেন সারা তেন্ডুলকরও। সচিন-কন্যার সঙ্গে শুভমনের প্রেমের গুঞ্জন বহুদিনের। তা নাকি ভেঙেও গিয়েছে। সারার টুইটে হইচই নেটপাড়ায়।

সিঁদুর খেলবেন অভিষেক-জায়া
২০২১ সালের ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই মারা যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। প্রাথমিকভাবে ভেঙে পড়লেও অভিষেকের স্ত্রী সংযুক্তা মনে করেন, তাঁর স্বামী তাঁর সঙ্গেই আছেন। বারবারই অভিষেকের উপস্থিতি টের পান সংযুক্তা। তিনি অভিষেকের স্ত্রী, সেটাই তাঁর পরিচয়। অভিনেতার দেওয়া নোয়া এখনও পরেন তিনি। তাই নিজেদের বাড়ির দুর্গাপুজোতেও সিঁদুর খেলতে পিছপা নন সংযুক্তা।

ধারাবাহিকে ফিরলেন ঋজু
বাংলা ধারাবাহিকে তিনটে প্রেম, দু’টি বিয়ে, বর-বউ হারিয়ে যাওয়া, ফের ফিরে আসা, ফের সংসার—এ গল্প নতুন নয়। প্লট চেনা হলেও ক্ষেত্রবিশেষে বদলে যায় চরিত্ররা। যেমন ‘ফাগুনের মোহনা’য় এবার আসতে চলেছে বড় চমক। ধামাকা এন্ট্রি হতে চলেছে ঋজু বিশ্বাসের। নায়ক-নায়িকার মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে আসতে চলেছেন তিনি। তাঁর কথায়, “আপাতভাবে শিক্ষিত ভদ্র মনে হলেও একটা নেগেটিভ শেড আছে চরিত্রে।”