Amrit Bharat Express: চড়লে অমৃতই মনে হবে, এই ট্রেনে অভিজ্ঞতা বদলে যাবে…

|

Jan 16, 2026 | 5:45 PM

Indian Railways: নতুন দুটি সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস উপহার দিচ্ছে ভারতীয় রেল। বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি চালু হচ্ছে ৯টি অমৃত ভারত এক্সপ্রেসও, যার মধ্যে ৭টিই ছুটবে বাংলা থেকে। আগামী রবিবার, ১৮ জানুয়ারি এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নতুন দুটি সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস উপহার দিচ্ছে ভারতীয় রেল। বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি চালু হচ্ছে ৯টি অমৃত ভারত এক্সপ্রেসও, যার মধ্যে ৭টিই ছুটবে বাংলা থেকে। আগামী রবিবার, ১৮ জানুয়ারি এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিনেই সাঁতরাগাছি থেকে হাওড়া হয়ে আনন্দ বিহার পর্যন্ত যাত্রা করবে এই অমৃত ভারত এক্সপ্রেস। এরপর সপ্তাহের প্রতি বৃহস্পতিবার হাওড়া এবং শিয়ালদহ থেকে ছাড়বে অমৃত ভারত এক্সপ্রেস। এমনটাই জানালেন কোচিং ডিপো অফিসার পৃথ্বীশ হালদার।