Bankura Ambulance Accident Case: বেপরোয়া অ্যাম্বুলেন্স

নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে লরি ও পরে একের পর এক সাইকেল আরোহীকে ধাক্কা মারল একটি এম্বুলেন্স। ঘটনায় আহত হয়েছে এক চিকিৎসক সহ মোট পাঁচ জন। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার খড়িকাশুলি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর । আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Bankura Ambulance Accident Case: বেপরোয়া অ্যাম্বুলেন্স
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 7:05 PM

নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে লরি ও পরে একের পর এক সাইকেল আরোহীকে ধাক্কা মারল একটি এম্বুলেন্স। ঘটনায় আহত হয়েছে এক চিকিৎসক সহ মোট পাঁচ জন। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার খড়িকাশুলি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর । আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে একটি এম্বুলেন্সে চড়ে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার এক চিকিৎসক, একজন স্বাস্থ্য কর্মীকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুরের অদূরে থাকা একটি সরকারী হোমে যাচ্ছিলেন। এদিন সকালে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে হোমের দিকে যাওয়ার পথে খড়িকাশুলি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারে। ঘটনায় ওই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী ও এম্বুলেন্স চালক আহত হন। এরপর এম্বুলেন্সটি খড়িকাশুলি এলাকায় রাস্তা দিয়ে যাতায়াতকারী দুই সাইকেল আরোহীকে। ঘটনায় দুই সাইকেল আরোহী আহত হন। আহত পাঁচ জনকেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Follow Us: