‘সব পুড়ে গিয়েছে, মাথাগুলো পড়ে আছে শুধু’, আনন্দপুরের এখনকার অবস্থা শুনলে গায়ে কাঁটা দেবে

|

Jan 29, 2026 | 2:19 PM

Anandapur Fire: আনন্দপুরে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, উত্তর মিলছে না অগ্নিকাণ্ডের তিনদিন পরও। এখনও পর্যন্ত ২১টি দেহাংশ উদ্ধার হয়েছে, ১৬টি দেহাংশের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিখোঁজ ডায়েরি করা হয়েছে ২৮ জনের নামে। এখনও তল্লাশি চলছে ওই ধ্বংসস্তূপে।

আনন্দপুরে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, উত্তর মিলছে না অগ্নিকাণ্ডের তিনদিন পরও। এখনও পর্যন্ত ২১টি দেহাংশ উদ্ধার হয়েছে, ১৬টি দেহাংশের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিখোঁজ ডায়েরি করা হয়েছে ২৮ জনের নামে। এখনও তল্লাশি চলছে ওই ধ্বংসস্তূপে। ছাইয়ের মাঝখানে দেহাবশেষ খোঁজার চেষ্টা করা হচ্ছে। আজ জেসিবি দিয়ে এলাকা পরিষ্কার করা হবে। এক ব্যক্তি, যার আত্মীয় নিখোঁজ, তিনি বলেন, “ভিতরে গিয়েছিল আমার আত্মীয়। দেখি সব পুড়ে গিয়েছে, মাথাগুলো পড়ে আছে শুধু। শুনছি ৩০ জন ছিল ভিতরে।”