Ananya Pandey: হার্দিক-আদিত্য অতীত, এবার কার প্রেমে ভাসছেন অনন্যা?
আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পর অনন্যা পাণ্ডে প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে ডেটিং করছেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আগে আম্বানি পরিবারের আয়োজিত ক্রুজ পার্টিতে ওয়াকারের সঙ্গে তাঁর দেখা হয়। বিয়েতে ওয়াকারকেই নাকি সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন অনন্যা।
রাগ করলেন বিক্রান্ত
অনুমতি ছাড়া কোনও ব্যক্তি যদি তাঁর ভিডিয়ো রেকর্ড করেন, তা হলে সেটা একেবারেই ভাল লাগে না বলিউড অভিনেতা বিক্রান্ত মসির। বিক্রান্ত নাকি তর্কাতর্কি জুড়ে দেন সেখানেই। বলেছেন, “কেউ যদি আমার ব্যক্তিসত্তাকে সম্মান করতে না পারেন, আমি তর্ক করি। চুপ করে থাকি না মোটেও।”
হানিমুনে অনন্ত-রাধিকা
১ অগস্ট থেকে কোস্টা রিকায় রয়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। বিয়ের মতো হানিমুনেও বিরাট খরচ করেছেন তাঁরা। কোস্টা রিকার গুয়ানাকাস্তেতে রয়েছেন তাঁরা। সেখানকার কাসা লাস ওলাস ফোর সিজ়নস রিসোর্টে রয়েছেন তাঁরা। প্রতিরাতের রুম ভাড়া ৩০ হাজার পাউন্ড। আজকের দিনে ভারতীয় মুদ্রায় তা প্রায় ২৫ লাখ টাকা।
কেঁদে ফেললেন অমিতাভ
KBC-র চেয়ারে বসে কতই না অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় অমিতাভ বচ্চনকে। এবারের একটি পর্বের প্রতিযোগীর জীবনের গল্প কাঁদিয়ে দিল তাঁকে। এই প্রতিযোগী ইউত্তর প্রদেশের বাসিন্দা। তিনি গ্র্যাজুয়েশন করেও কৃষক হয়েছেন। আর এই সুধীরের কথা শুনেই এদিন কেবিসির মঞ্চে আবেগঘন হয়ে পড়েন বিগ বি।
শ্রীদেবীকে কী বলেন সলমন
একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সলমন প্রশ্ন করছেন শ্রীদেবীকে, “সন্তান জন্মের জন্য পরিবার চাপ দিয়েছিল।” পাশে থাকা বনি কাপুর বলে বসেন, “চাপ আসার আগেই আমরা গুড নিউজ় শুনিয়ে দিয়েছিলাম।” স্বামীর এই কথা শুনেই শ্রীদেবী লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন।
অভিষেকের পদক্ষেপ
অতীতের একটি তথ্য শেয়ার করলেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। তাঁর প্রথম ছবি হওয়ার কথা ছিল ‘সমঝতা এক্সপ্রেস’-এর। ছবিটি আর তৈরি করতে পারেননি তিনি। এর কারণ, ছবিতে অভিনয় করার পরিকল্পনা বাতিল করেছিলেন অভিষেক বচ্চন। তাতে নাকি এক সন্ত্রাসবাদীর চরিত্র দেওয়া হয়েছিল জুনিয়র বচ্চনকে। প্রথম ছবিতেই টেররিস্ট! অভিনয় করতে চাননি অভিষেক!
তৈরি হবে ‘শয়তান’-এর সিকুয়্যেল
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘শয়তান’ ছবিটি। তাতে অভিনয় করেছেন অজয় দেবগণ। দর্শকের পছন্দ হয়েছে ছবিটি। সমালোচকেরাও প্রশংসা করেছেন। সেই ছবির সিকুয়্যেল তৈরি করার পরিকল্পনা করেছেন নির্মাতা। তাতেও থাকবেন অজয়। নির্মাতাদের মত, ফ্র্যাঞ্চাইজ়ি ছবিতে অজয়ের চেয়ে সফল আর কোনও অভিনেতাই নেই।
অনন্যার জীবনে প্রেম!
আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পর অনন্যা পাণ্ডে প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে ডেটিং করছেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আগে আম্বানি পরিবারের আয়োজিত ক্রুজ পার্টিতে ওয়াকারের সঙ্গে তাঁর দেখা হয়। বিয়েতে ওয়াকারকেই নাকি সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন অনন্যা।
মাটিতে লুটিয়ে পড়লেন রণজয়
সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন রণজয় বিষ্ণু। মাথা গুঁজে পড়ে থাকতে দেখা গেল তাঁকে। এদিকে তখন ক্রমাগত বৃষ্টি পড়ছে। কী আবার হল? অসুস্থ নাকি অভিনেতা? না, ভয়ের কোনও কারণই নেই। এই ছবির শুটিং ফ্লোরের। ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘উফফ এই দিন টা ভুলবনা.. Kudos to the team . সবাই আমরা সকাল ৮:৩০ থেকে রাত ৮:৩০ অবধি ভিজে শুট করেছি…।
পুড়ে ছাই রাহুলের বাড়ি
সদ্যই পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড জলের গানের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাড়ি। বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে পরিপাটি করে সাজানো সেই বাড়ি পুড়ে ছাই হওয়ার পর সেখানে রেকর্ড করা শেষ ভিডিয়ো এদিন এই ব্যান্ডের তরফে প্রকাশ্যে এল।