Whatsapp Hacked: হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে বারংবার সাইবার হানা
মিশর, তুর্কিয়ে, আজারবাইজান, ইয়েমেন ও সৌদিআরবে সাইবার হানা। অক্টোবরের ৩,৪০,০০০বার হয়েছে এই সাইবার হানা। প্রতি ৫ মিনিটে ১বার কোনও ইউজার ও তাঁর কন্ট্যাক্টের অ্যাকাউন্টে সাইবার হানা চালায় ম্যলওয়্যার হোয়াটসঅ্যাপ স্পাই মড। অতিরিক্ত ফিচারের লোভে অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন।
মিশর, তুর্কিয়ে, আজারবাইজান, ইয়েমেন ও সৌদিআরবে সাইবার হানা। অক্টোবরের ৩,৪০,০০০বার হয়েছে এই সাইবার হানা। প্রতি ৫ মিনিটে ১বার কোনও ইউজার ও তাঁর কন্ট্যাক্টের অ্যাকাউন্টে সাইবার হানা চালায় ম্যলওয়্যার হোয়াটসঅ্যাপ স্পাই মড। অতিরিক্ত ফিচারের লোভে অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। এরই সুবিধা নিয়েছে স্পাই ওয়্যারটি। ফোনের নম্বর, কান্ট্রি ও নেটওয়ার্ক কোড, IMEI সহ যাবতীয় ডেটা হাতিয়ে নিয়েছে স্পাই ওয়্যার।
আরবি ও আজারবাইজানি ভাষার ব্যবহারকারীরাই মূল লক্ষ্য ছিল স্পাইওয়্যারের। এই সাইবার হানায় ক্ষতিগ্রস্ত মার্কিন মুলক, ইউরোপ ও রাশিয়া। বিশেষজ্ঞরা বলছেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মেসেজিং অ্যাপের জন্য থার্ড পার্টি অ্যাপের সহায়তা না নিতে। ক্যাসপারস্কির পক্ষ থেকে বলা হয়েছে অতিরিক্ত ফিচার নিলে কোনও সিকিউরিটি সিস্টেম ইনস্টল করা উচিত।
Latest Videos