দশ বছর একজনের সঙ্গে সম্পর্ক। এটা শুনলে অনেকেরই চোখ কপালে ওঠে৷ তা-ও আবার তাঁরা যদি নায়ক-নায়িকা হন। তাহলে তো কোনও কথাই নেই। তবে এনাদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো। তাঁরা অঙ্কুশ-ঐন্দ্রিলা। টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। নয়-নয় করে দশ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন। ১২ ফেব্রুয়ারি সম্পর্কের দশ বছর পূর্তি।
আর এই বিশেষ দিনেই মুক্তি পাচ্ছে রাজা চন্দ পরিচালিত অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রথম ছবি ‘ম্যাজিক’। সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে এই বছরই রেজিস্ট্রির প্ল্যান তাঁদের। প্রথম ছবি থেকে রেজিস্ট্রি , TV9 বাংলার সঙ্গেকথা বললেন নায়ক-নায়িকা। দেখুন ভিডিয়ো।
দশ বছর একজনের সঙ্গে সম্পর্ক। এটা শুনলে অনেকেরই চোখ কপালে ওঠে৷ তা-ও আবার তাঁরা যদি নায়ক-নায়িকা হন। তাহলে তো কোনও কথাই নেই। তবে এনাদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো। তাঁরা অঙ্কুশ-ঐন্দ্রিলা। টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। নয়-নয় করে দশ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন। ১২ ফেব্রুয়ারি সম্পর্কের দশ বছর পূর্তি।
আর এই বিশেষ দিনেই মুক্তি পাচ্ছে রাজা চন্দ পরিচালিত অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রথম ছবি ‘ম্যাজিক’। সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে এই বছরই রেজিস্ট্রির প্ল্যান তাঁদের। প্রথম ছবি থেকে রেজিস্ট্রি , TV9 বাংলার সঙ্গেকথা বললেন নায়ক-নায়িকা। দেখুন ভিডিয়ো।