Anubrata Mondal News: অনুব্রতর স্ত্রীর চিকিৎসায় ৬৬ লক্ষ টাকা ব্যবসায়ীর, কে তিনি?

Anubrata Mondal News: অনুব্রতর স্ত্রীর চিকিৎসায় ৬৬ লক্ষ টাকা ব্যবসায়ীর, কে তিনি?

TV9 Bangla Digital

| Edited By: সৌরভ পাল

Updated on: Aug 25, 2022 | 4:58 PM

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের স্ত্রী যখন নিউটাউনের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তখন ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন এই রাজীববাবুই। সিবিআইয়ের অনুমান, রাজীবের কাছে থাকতে পারে অনুব্রতর বেনামি সম্পত্তি।

বোলপুর: সিবিআইয়ের স্ক্যানারে এবার অনুব্রত ঘনিষ্ঠ বোলপুরের চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের স্ত্রী যখন নিউটাউনের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তখন ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন এই রাজীববাবুই। ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসেছে সেই নথি।

বীরভূমের রাইস মিল ওনারস অ্যাসোশিয়েশনের নথি অনুযায়ী ৮ থেকে ৯ টি রাইস মিলের মালিক এই রাজীব ভট্টাচার্য। প্রশ্ন, অনুব্রত মণ্ডলকে এই ৬৬ লক্ষ টাকা ধার দিয়েছিলেন রাজীব ভট্টাচার্য? নাকি এই বিপুল টাকা ছিল অনুদান? উত্তর অনুসন্ধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের অনুমান, রাজীবের কাছে থাকতে পারে অনুব্রতর বেনামি সম্পত্তি। গরুপাচারের সঙ্গেও তাঁর যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাঁকে ফের নোটিস পাঠাতে পারে সিবিআই।

রাজীব ভট্টাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে টাকা দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। কেন ৬৬ লক্ষ টাকা দিলেন? উত্তরে TV9 বাংলার প্রতিনিধিকে তিনি জানান, ‘আপনাকে কৈফিয়ৎ দেব কেন? আমার সিএ বলতে পারবে। আমি কোনও টাকা অনুব্রতকে দিইনি। সিবিআই আমাকে ডাকলে আমি আবার যাব। সমস্ত নথি সিবিআইকে দেওয়া আছে।’ তাঁর দাবি, অনুব্রতও তাঁকে কোনও টাকা দেননি। তিনি আরও বলেন, ‘অনুব্রতর টাকা কি সস্তা, যে আমাকে দেবে?’

রাজীব ভট্টাচার্যের নামে রাইস মিল ছাড়াও আর কী কী সম্পত্তি আছে? এত টাকার উৎস কী? রাইস মিলগুলো কতবার হাতবদল হয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বার করার চেষ্টায় সিবিআই। এই তদন্তের ক্ষেত্রে রাজীব ভট্টাচার্য একটি সূচক হতে পারে বলে মনে করছে সিবিআই।

Published on: Aug 23, 2022 07:49 PM