Toll Tax Controversy: দিনে ৮ লক্ষ টাকা 'তোলা', বীরভূমে ভাঙা হল টোল কিয়স্ক

Toll Tax Controversy: দিনে ৮ লক্ষ টাকা ‘তোলা’, বীরভূমে ভাঙা হল টোল কিয়স্ক

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Aug 25, 2022 | 7:02 PM

CBI At Bolpur: গরুপাচারকাণ্ডের তদন্তে বোলপুরে সিবিআই ঢুকতেই টোল আদায়ের কিয়স্ক ভাঙতে শুরু করল জেলা প্রশাসন। অভিযোগ উঠছে, ওই সমস্ত কিয়স্ক চালাতেন রাজনৈতিক দলের নেতারা।

বোলপুর: গরুপাচার কাণ্ডের তদন্তে বোলপুরে সিবিআই ঢুকতেই বেআইনি বলে অভিযোগ রয়েছে এমন টোল আদায়ের কিয়স্ক ভাঙতে শুরু করল জেলা প্রশাসন। অভিযোগ উঠছে, ওই সমস্ত কিয়স্ক চালাতেন রাজনৈতিক দলের নেতারা। অভিযোগ, এক একটি কিয়স্ক থেকে দৈনিক ৫ থেকে ৮ লক্ষ টাকা টোল আদায় করা হত। রমরমিয়ে চলা টোল কিয়স্ক কি সিবিআইয়ের ভয়েই বন্ধ করা হল? এই প্রশ্নের উত্তর দিতেও ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কিছু মানুষ মুখ খুলেছেন, তাঁরা বলছেন গোটা বীরভূমে প্রায় ৪০টি এই রকম  টোল কিয়স্ক বসিয়ে টাকা তুলতেন নেতারা।

অভিযোগ, বীরভূম জেলা পরিষদের নামে ছাপ্পা মারা ১০ টাকা থেকে ২০০ টাকার কুপন দেওয়া হত। গাড়ির চালকরা বলছেন, এখানে গাড়ি আটকে টাকা নিত, কোনও গাড়িকে ছাড়া হত না।

বোলপুরের শিবতলা মোড়ে যে রাস্তা দিয়ে জেলা প্রশাসনের শীর্ষ কর্তা, মন্ত্রীরা যাতায়াত করতেন এবং পুলিশ দাঁড়িয়ে থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করত, সেই রাস্তার ধারে পূর্ত দফতরের জায়গায় একটি নীল-সাদা ঘরে নেওয়া হত টোল। সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। আইনি পদ্ধতিতে নেওয়া হয়েছিল বিদ্যুৎ সংযোগও। বসানো ছিল বৈদ্যুতিক মিটারও। তবে কি ওই অভিযোগ আসলে সত্যি? প্রশ্ন অনেক কিন্তু উত্তর এখনও নেই।

Published on: Aug 23, 2022 08:27 PM