Purulia Cattle Smuggling: উল্টে গেল দুধের ট্রাক, কোথায় দুধ? বেরিয়ে এল ‘মৃত’ গরু!

Cow Smuggling: গাড়ির ভিতরে দুধ কোথায়? বদলে সারি সারি গরু, ঘটনা পুরুলিয়ার।

Purulia Cattle Smuggling: উল্টে গেল দুধের ট্রাক, কোথায় দুধ? বেরিয়ে এল 'মৃত' গরু!
| Edited By: | Updated on: Aug 24, 2022 | 3:43 PM

পুরুলিয়া: দুর্ঘটনার কবলে দুধের ট্রাক। রাস্তার পাশে উল্টে পড়ে ট্রাক, ভিতরে চোখ রাখতেই চক্ষু চড়কগাছ! গাড়ির ভিতরে দুধ কোথায়? বদলে সারি সারি গরু। ঘটনা পুরুলিয়ার। দুধের ট্রাকে দুধের বদলে গরু কেন? এটাই পাচারের নতুন কৌশল, মত গেরুয়া শিবিরের।

মঙ্গলবার ভোর রাতের ঘটনা। পুরুলিয়া-বাঁকুড়া সীমান্তে বিশকুড়িয়ার কাছে হঠাৎই উল্টে যায় দুধের ট্রাক। সঙ্গে সঙ্গে খুলে যায় ট্রাকের ডালা। দুধের ট্রাকের ভিতর বাঁধা একের পর এক গরু। কিছু গরুকে মৃত অবস্থায় পাওয়া যায়। জীবিত গরুগুলোকে উদ্ধার করে বের করে আনেন স্থানীয়রাই।

দুধের ট্রাকে কেন গরু। “পাচারের এটাই নয়া কৌশল”, দাবি পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম আনসারির। “আমরাও চাই তদন্ত হোক, কারা এই ঘটনায় জড়িত তাদের নাম সামনে আসুক”, পাল্টা পুরুলিয়া তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। দীর্ঘদিন ধরেই ৬০এ জাতীয় সড়ক ধরে চলছে গরু পাচার, অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে ঝাড়খণ্ডেও কন্টেনার বোঝাই গরু আটক। বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল, অভিযোগ গো-রক্ষা বাহিনীর সদস্যদের।

Follow Us: