AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কিশোরদের মগজধোলাই করছে ISIS? ২ নাবালক ধরা পড়তেই শুরু জল্পনা

কিশোরদের মগজধোলাই করছে ISIS? ২ নাবালক ধরা পড়তেই শুরু জল্পনা

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Nov 19, 2025 | 6:48 PM

Share

এবার কি জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য নাবালকদের ব্যবহার করতে চাইছে জঙ্গি সংগঠন আইএসআইএস? প্রশ্ন উঠছে। কারণ, জঙ্গি কার্যকলাপে জডিত থাকার অভিযোগে রায়পুর থেকে ২ নাবালককে ধরেছে অ্যান্টি টেররিজম স্কোয়াড। তাদের সঙ্গে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (ISIS) যোগাযোগ ছিল বলেই জানিয়েছেন ছত্তীসগঢ়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা। গোয়েন্দাদের অনুমান, নাবালক হওয়ায় আইন কঠোর প্রয়োগ করা হবে না, তা জেনেই তাদের মাধ্যমে প্রচার করার পরিকল্পনা ছিল ISIS-র। পাকিস্তানের ISIS মডিউলের নির্দেশে কাজ করত নাবালকরা। ভুয়ো আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল। সেখান থেকেই নাবালকদের মগজধোলাই করা হত। ইনস্টাগ্রামে তাদের একটি গ্রুপও ছিল।

এবার কি জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য নাবালকদের ব্যবহার করতে চাইছে জঙ্গি সংগঠন আইএসআইএস? প্রশ্ন উঠছে। কারণ, জঙ্গি কার্যকলাপে জডিত থাকার অভিযোগে রায়পুর থেকে ২ নাবালককে ধরেছে অ্যান্টি টেররিজম স্কোয়াড। তাদের সঙ্গে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (ISIS) যোগাযোগ ছিল বলেই জানিয়েছেন ছত্তীসগঢ়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা। গোয়েন্দাদের অনুমান, নাবালক হওয়ায় আইন কঠোর প্রয়োগ করা হবে না, তা জেনেই তাদের মাধ্যমে প্রচার করার পরিকল্পনা ছিল ISIS-র। পাকিস্তানের ISIS মডিউলের নির্দেশে কাজ করত নাবালকরা। ভুয়ো আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল। সেখান থেকেই নাবালকদের মগজধোলাই করা হত। ইনস্টাগ্রামে তাদের একটি গ্রুপও ছিল।