Suri: বাঁশ-লাঠি-লোহার রড নিয়ে কেষ্ট-কাজল অনুগামীদের সংঘর্ষ, চলল ইটবৃষ্টি, তপ্ত সিউড়ি
Suri: উত্তপ্ত সিউড়ির ২ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম। এখনও পর্যন্ত এই ঘটনা চার জনকে আটক করা হয়েছে। ওই গ্রামের এক পক্ষ অনুব্রত মণ্ডলের অনুগামী, আরেক পক্ষ কাজল শেখের অনুগামী। তাঁদের মধ্যে একাধিক ইস্যুতে এর আগেও ঝামেলা হয়েছে। সোমবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
বীরভূম: এবার আর বাদানুবাদ নয়, সরাসরি সংঘর্ষ। তৃণমূলের দুই গোষ্ঠী, কেষ্ট-কাজল অনুগামীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত সিউড়ি। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। একে অপরকে লক্ষ্য করে ইটও ছোড়ে। এলাকায় চলতে থাকে বেপরোয়া ইটবৃষ্টি। উত্তপ্ত সিউড়ির ২ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম। এখনও পর্যন্ত এই ঘটনা চার জনকে আটক করা হয়েছে। ওই গ্রামের এক পক্ষ অনুব্রত মণ্ডলের অনুগামী, আরেক পক্ষ কাজল শেখের অনুগামী। তাঁদের মধ্যে একাধিক ইস্যুতে এর আগেও ঝামেলা হয়েছে। সোমবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।