AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Apple Airpods: ভারতে তৈরি হবে অ্যাপলের এয়ারপড

Apple Airpods: ভারতে তৈরি হবে অ্যাপলের এয়ারপড

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 17, 2023 | 9:31 PM

Share

প্রায় ৭০ শতাংশ আইফোন তৈরি হয় ফক্সকনের কারখানায়,যার অধিকাংশই হয় চিনে। আইফোন,এয়ারপডের মতো পণ্য তৈরিতে চিন নির্ভরতা কমানোর কথা আগেই শোনা গিয়েছিল অ্যাপলের তরফে। চিন থেকে কারখানা সরালে ভারত তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

প্রায় ৭০ শতাংশ আইফোন তৈরি হয় ফক্সকনের কারখানায়,যার অধিকাংশই হয় চিনে। আইফোন,এয়ারপডের মতো পণ্য তৈরিতে চিন নির্ভরতা কমানোর কথা আগেই শোনা গিয়েছিল অ্যাপলের তরফে। চিন থেকে কারখানা সরালে ভারত তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। অ্যাপলই ফক্সকনকে ভারতে কারখানা তৈরির কথা জানিয়েছে। ভারতে গড়া কারখানায় এয়ারপড তৈরির ব্যাপারে ফক্সকনের সঙ্গে অ্যাপলের চুক্তির কথা। এয়ারপড উৎপাদনের প্ল্যান্ট ভারতে তৈরি করবে ফক্সকন। তেলঙ্গানায় এই প্ল্যান্ট তৈরি করা হবে। ২০ কোটি ডলার ব্যয়ে তৈরি হবে এই প্ল্যান্ট। উৎপাদন ক্ষমতা কী রকম হবে,সেখানে যন্তাংশ তৈরি হবে,না পুরো এয়ারপড অ্যাসেম্বলও হয়ে আসবে,এখনও স্পষ্ট হয়নি। ২০২৪ সালের মধ্যে ফক্সকন ইন্টারকানেক্ট টেকনোলজির কারখানা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সেখান থেকে উৎপাদনও শুরু হবে। এ ব্যাপারে এখনই মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল ও ফক্সকন। চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের অবনতি হয়েছে বিগত কয়েক বছরে। কোভিডের নিয়মের কড়াকড়িতে চিনে থাকা কারখানায় উৎপাদনও ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের পণ্য তৈরির ক্ষেত্রে চিনের বিকল্প খুঁজছে অ্যাপল। সেই গন্তব্য ভারত হলে তা আগামী দিনে অন্য মাত্রা যোগ করতে পারে।