Anushka- Prabhash Gossip: ‘বাহুবলী’ বিবাহিত? সত্যিই গোপনে বিয়ে দক্ষিণী সুপারস্টারের

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Oct 11, 2023 | 9:47 PM

দক্ষিণী ছবি ‘বিল্লা’, ‘মির্চি', এমনকী 'বাহুবলী'র দুটি ছবিতেও পরপর কাজ করেছেন প্রভাস-অনুষ্কা। তাঁদের নিয়ে গুজব রটে, তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মারফত তৈরি ছবিতে বিয়েই দেওয়া হল দুই তারকার। সেই ছবিগুচ্ছ ছড়িয়েছে নেটে। অনেকে ধরেই নিয়েছেন প্রভাস-অনুষ্কা বিবাহিত।

মধ্য রাতে অমিতাভ-দর্শন
শাহেনশাহর ৮১তম জন্মদিন বলে কথা। মঙ্গলবার মধ্যরাত থেকেই শুরু সেলিব্রেশন। দর্শকদের বিপুল উচ্ছ্বাসে জলসা-র সামনে পাল্টে গিয়েছিল মধ্যরাতের ছবি। তাই নিজেকে আটকাতে না পেরে মধ্যরাতেই দর্শক দরবারে নিয়ম মাফিক খালি পায়ে হাজির হলেন অমিতাভ বচ্চন। সকলকে হাত জোড় করে জানালেন ধন্যবাদ।

বিবাদ মিটল ননদ-বউদির
বেশ কিছুদিন আগে শোনা যায়, ঐশ্বর্য এবং তাঁর ননদ শ্বেতার মধ্যে তুমুল অশান্তি হয়েছে। প্যারিসে একসঙ্গে গেলেও ঐশ্বর্য-আরাধ্যার সঙ্গে কোনও ছবিই শেয়ার করেননি শ্বেতা এবং তাঁর কন্যা নব্যা। এমনকী, ঐশ্বর্যকে ট্যাগও করেননি তাঁরা। এতে চটেছেন ঐশ্বর্যর অনুরাগীরা। অনেকে বলছেন, শ্বেতা নিশ্চয়ই ঐশ্বর্যকে হিংসা করেন। অমিতাভের জন্মদিনেই নাকি গলেছে জল। সকলে একসঙ্গে পালন করেছেন বিগ বি-র জন্মদিন।

রাজনীতিতে অক্ষয়?
মাঝেমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা যায় অক্ষয় কুমারকে। তবে কি তিনি শীঘ্রই রাজনীতিতে নাম লেখাচ্ছেন? প্রশ্নের উত্তরে অক্ষয় সাফ জানিয়েদিলেন, ”না, আমি রাজনীতিতে নামছি না। আমি জানি না ভবিষ্যতে কী ঘটবে, তবে বর্তমানে আমি এমন কোনও সিদ্ধান্ত নিইনি।”

কবে বিয়ে করছেন আমিরের কন্যা?
২০২২ সালের ১৮ নভেম্বর প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান পর্ব মিটেছিল অভিনেতা আমির খানের কন্যা ইরা খানের। এবার জানা গেল তাঁদের বিয়ের তারিখও। শোনা যাচ্ছে, ২০২৪ সালের ৩ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ইরা-নুপূর।

বিয়ে করলেন প্রভাস-অনুষ্কা?
দক্ষিণী ছবি ‘বিল্লা’, ‘মির্চি’, এমনকী ‘বাহুবলী’র দুটি ছবিতেও পরপর কাজ করেছেন প্রভাস-অনুষ্কা। তাঁদের নিয়ে গুজব রটে, তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মারফত তৈরি ছবিতে বিয়েই দেওয়া হল দুই তারকার। সেই ছবিগুচ্ছ ছড়িয়েছে নেটে। অনেকে ধরেই নিয়েছেন প্রভাস-অনুষ্কা বিবাহিত।

চটলেন রশ্মিকার ভক্তরা
বিবাহিত রণবীরের সঙ্গে ঠোঁটে-ঠোঁট রশ্মিকার। তাই কি ভয়ানক রাগলেন অভিনেত্রীর অনুরাগীরা? ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা যায় তাঁদের। ছবির গানের পোস্টের নাকি নামই নেই রশ্মিকার। এবং এই কারণেই ক্ষেপেছেন তাঁর ভক্তরা। যদিও এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়াই মেলেনি নির্মাতাদের থেকে।

শোকের ছাড়া মধুরার পরিবারে
ভয়ানক পরিস্থিতি ইজ়রায়েল-প্যালেস্টাইনে। বলিউডের টিভি তারকা মধুরা নায়েক যুদ্ধে হারালেন স্বজনদের। ইজ়রায়েল-প্যালেস্টাইনের যুদ্ধে আটকা পড়েছিলেন মধুরার তুতো বোন এবং তাঁর পরিবার। রবিবার উদ্ধার হয়েছে তাঁদের প্রত্যেকের মৃতদেহ। সোশ্যাল মিডিয়ায় মধুরা লিখেছেন, “ওদায়া, আমার বোন এবং তাঁর স্বামী, তাঁদের সন্তান-সহ হামাস-সন্ত্রাসবাদীদের সম্মুখীন হয়েছিল। রবিবার তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। আমার প্রিয় বোনের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছি।”

সন্দীপ্তার বিয়ে
হইচই ওটিট প্ল্য়াটফর্মের চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায়ের গলায় মালা দিতে চলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। চলতি বছরের ৭ ডিসেম্বর হবে সিঁদুর দান। তার আগে ২ ডিসেম্বরে আংটি বদল। বর্তমানে দস্তুর মতো চলছে প্ল্যানিং, যদিও শপিং এখনও শুরু হয়নি বলেই TV9 বাংলাকে জানিয়েছেন অভিনেত্রী।

জিতুর সাবধানবার্তা
বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই জিতু কামাল ও নবনীতা দাস চর্চায়। আর তবে থেকেই সার্ভিল্যান্সে জিতুর সোশ্যাল মিডিয়া। যাই-ই পোস্ট করেন, তার সঙ্গে অনেকেই নবনীতার যোগসূত্র খোঁজার চেষ্টা করেন। এবার জিতু লিখলেন, ”ব্যক্তিগত জায়গায় না গিয়ে একটু চর্চা আদান-প্রদান করি। গত ৫-মাসের কোনও পোস্টই নবনীতাকেন্দ্রিক নয়। ওটা আপনাদের আর কিছু ডিজিটাল চ্যানলের ভ্রান্ত ধারণা।”