Election Commission: SIR-এর শুনানির সংখ্যা কি আরও বাড়ছে? আরও ২০০০ মাইক্রো-অবজারভার আসছেন

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 12, 2026 | 10:30 PM

Kolkata: জানা যাচ্ছে, যে ৯৪ লক্ষের শুনানি করা হবে বলে কমিশন বলেছে, কোথায় কি সেই সংখ্যা আরও বাড়বে? তার জন্যই কি মাইক্রো অবজারভার বাড়ছে? পাশাপাশি প্রশ্ন উঠছে, গত শনিবারই কমিশন বলেছিল, মাইক্রো অবজারভারদের ভুল হালকা ভাবে নেওয়া হবে না। কড়া পদক্ষেপ করা হবে।

রাজ্যে আসছেন আরও ২০০০ মাইক্রঅবজারভার। বর্তমানে ৪ হাজার ৬০০ অবজারভার রয়েছেন। এবার আরও ২০০০ মাইক্রো অবজারভার আসবেন। আগামী ১৫ই জানুয়ারি তাঁদের প্রশিক্ষণ হবে। কিন্তু এত মাইক্রোঅবজারভার দিয়ে কী হবে? জানা যাচ্ছে, যে ৯৪ লক্ষের শুনানি করা হবে বলে কমিশন বলেছে, কোথায় কি সেই সংখ্যা আরও বাড়বে? তার জন্যই কি মাইক্রো অবজারভার বাড়ছে? পাশাপাশি প্রশ্ন উঠছে, গত শনিবারই কমিশন বলেছিল, মাইক্রো অবজারভারদের ভুল হালকা ভাবে নেওয়া হবে না। কড়া পদক্ষেপ করা হবে। প্রশ্ন উঠছে, যাঁরা একেবারে নতুন অবজারভার তারা একবার ট্রেনিং নিয়ে কীভাবে কাজ করবেন?