AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জল্পনা তুঙ্গে, এরই মধ্যে মাস্টারস্ট্রোক অর্জুনের!

জল্পনা তুঙ্গে, এরই মধ্যে মাস্টারস্ট্রোক অর্জুনের!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 21, 2024 | 11:13 PM

Share

শনিবার সর্বত্র ছড়িয়ে পড়ে অভিনেতা অর্জুন চক্রবর্তীর সংসারে ফাটলের খবর। তাঁর স্ত্রী শ্রীজা সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন তাঁদের একাধিক ছবি। তবে সেই জল্পনাকে বেশিদূর এগোতে না দিয়ে রাতারাতি তাতে জল ঢাললেন অভিনেতা। স্ত্রীর সঙ্গে এক সুন্দর মুহূর্তে শেয়ার করে বুঝিয়ে দিলেন, সব ঠিকই আছে।

এ কী বললেন সুস্মিতা
পাঁচ বছর রহমান শলের সঙ্গে সম্পর্ক আজ আর নেই। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতা সেন। বললেন, ‘যখন বুঝতে পারি সম্পর্কটা তাঁর জন্য বিষাক্ত হয়ে উঠছে, তখন কোনও অনুশোচনা এবং অপরাধবোধ ছাড়াই সেখান থেকে দূরে চলে যাই।’ এখন এই নিয়ে আর ভাবতে রাজিই নন তিনি।

অম্বানিদের বাড়ল আয়
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের খরচ ৫০০০ কোটির বেশি। তবে সেই টাকা মাত্র দুদিনেই ঘরে তুলল অম্বানি পরিবার। ছেলের বিয়ের পরই লাফিয়ে বাড়ল আয়। মাত্র ১০ দিনেই ২৫০০০ কোটি টাকা ঘরে তুলেছেন তাঁরা। তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।

অদেখা মুহূর্তেরা
দেখতে দেখতে সপ্তাহ ঘুরতে চলল সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ে। একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় তাঁরা ভক্তদের সঙ্গে শেয়ার করেই চলেছেন। এবার সামনে আনলেন তাঁদের আইবুড়ো ভাত খাওয়ার মুহূর্ত। ভালবাসায় আরও জুটিকে ভরালেন সকলে।

সহজ সম্পর্ক
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক জোড়া লেগেছে প্রিয়াঙ্কা সরকারের। ছেলেই যেন এখন তাঁদের সম্পর্কের বুনিয়াদ। মাঝে মধ্যেই সহজকে নিয়ে ছুটি কাটাতে দেখা যায় তাঁদের। এবার যদিও প্রিয়াঙ্কা একাই ছেলেকে নিয়ে কাটালেন কিছুটা মি-টাইম। সাঁতার কাটতে দেখা গেল মা ও ছেলেকে। ভিডিয়োর সঙ্গে জুড়ে বেশ কয়েকটি ছবির কোলাজও পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশানে দিয়েছেন, ‘MakingMemories..’।

স্বস্তিকার পরিবর্তন
লম্বা একঢাল চুল কেটে একেবারে নতুন রূপে ধরা দিলেন স্বস্তিকা দত্ত। ব্লান্ট কাটে নিজস্বী তুলে পোস্ট করলেন। ক্যাপশনে লিখলেন, “আমি আজ খুব বাজে বকা খেতে চলেছি।” তাঁর এই নতুন লুক মনে ধরেছে নেটিজেনদের।

নিষিদ্ধ রাহুল!
দিন তিনেক আগে প্রযোজনা সংস্থা এসভিএফের দফতরে রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়। চলতি মাসের শেষ থেকে শুটিং শুরু হবে, সব ঠিক। ২০ তারিখ শনিবার আকস্মিক দুঃসংবাদ। এ দিন ফেডারেশনের থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়। সেই নির্দেশিকা অনুযায়ী, ফেডারেশনের নিয়ম ভেঙেছেন পরিচালক। যার জেরে রাহুলকে আগামী তিন মাস নিষিদ্ধ ঘোষণা করেছে সংগঠন

কেমন আছেন অনিন্দিতা?
শুক্রবার রাতে সমাজমাধ্যমে পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী জনিয়েছিলেন, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত। শনিবার তিনি একই ভাবে জানান, তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। আগের তুলনায় সুস্থ।

শাশুড়িকে খোলাচিঠি
জন্মদিনে শাশুড়িকে নিয়ে অকপট মীর। – শাশুড়ি মায়ের ছবি শেয়ার করে মীর লেখেন, “সারা দুনিয়াকে গপ্পো শোনায় যে ছেলেটি, আপনি তাকে জামাই না, ছেলে বলে ডাকেন। আপনার মেয়ে পর্যন্ত হিংসে করে আমায়। কিন্তু ওই যেটা বলছিলাম… সবাইকে গপ্পো শোনায় যে, তার কাছে আপনার পাশে বসে গপ্পো করার ফুরসত জোটে না।

অর্জুনের জবাব
শনিবার সর্বত্র ছড়িয়ে পড়ে অভিনেতা অর্জুন চক্রবর্তীর সংসারে ফাটলের খবর। তাঁর স্ত্রী শ্রীজা সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন তাঁদের একাধিক ছবি। তবে সেই জল্পনাকে বেশিদূর এগোতে না দিয়ে রাতারাতি তাতে জল ঢাললেন অভিনেতা। স্ত্রীর সঙ্গে এক সুন্দর মুহূর্তে শেয়ার করে বুঝিয়ে দিলেন, সব ঠিকই আছে।