WITT 2024: কেন বারবার ইডির তলব এড়াচ্ছেন, TV9 নেটওয়ার্কের সম্মেলনে জবাব দিলেন কেজরিওয়াল

| Edited By: Tapasi Dutta

Feb 27, 2024 | 10:10 PM

দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে' কনক্লেভের। আজ অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।  আটবার ইডি তলব করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে, তারপরও কেন ইডি দফতরে যাচ্ছেন না? এ দিন সত্তা সম্মেলনে কেজরীবাল বলেন, 'এদের উদ্দেশ্য তদন্ত করা নয়, আমায় গ্রেফতার করা।'

দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভের। আজ অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।  আটবার ইডি তলব করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে, তারপরও কেন ইডি দফতরে যাচ্ছেন না? এ দিন সত্তা সম্মেলনে কেজরীবাল বলেন, ‘এদের উদ্দেশ্য তদন্ত করা নয়, আমায় গ্রেফতার করা।’ বারবার ইডির সমন এড়ানোর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২ বছর ধরে তদন্ত চলছে। বলছে মদ নিয়ে কিছু দুর্নীতি হয়েছিল। বহু জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। রোজ তল্লাশি চলছে। কতজনকে গ্রেফতার করেছে, কিন্তু এক পয়সাও উদ্ধার করতে পারেনি।  মণীশ সিসোদিয়া, সত্যেন্দর জৈন, সঞ্জয় সিং জেলে রয়েছেন, কিন্তু এদের কারোর কাছ থেকে এক পয়সাও উদ্ধার করতে পারেনি। সুপ্রিম কোর্টও বলেছে, আপনাদের কাছে কোনও প্রমাণ নেই’।