দাবি না মানা হলে আবারও কর্মবিরতি-বৃহত্তর আন্দোলনের হুঁশিয়াারি আশাকর্মীদের

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 21, 2026 | 6:05 PM

বিক্ষোভের ছবি দেখা গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। এদিন ফের একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার কথা ছিল স্বাস্থ্য কর্মীদের। কিন্তু তা না হওয়ায় রাস্তায় আছড়ে পড়ে ক্ষোভ। সকাল থেকে সন্ধ্যা, একই দাবিতে স্বাস্থ্যভবনের সামনেই বসে রয়েছেন তাঁরা। 

হার না মানা আন্দোলনে অনড় স্বাস্থ্য কর্মীরা। বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে। মাসিক ভাতা বৃদ্ধি, ডেটা প্যাকের দাবি, বকেয়া প্রদান-সহ একগুচ্ছ দাবিতে। বিগত কয়েক মাস ধরেই দফায় দফায় আন্দোলন করেছেন আশা কর্মীরা। কলকাতার রাজপথে পুলিশের সঙ্গে লাগাতার ধস্তাধস্তির ছবি দেখা গিয়েছে। বিক্ষোভের ছবি দেখা গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। এদিন ফের একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার কথা ছিল স্বাস্থ্য কর্মীদের। কিন্তু তা না হওয়ায় রাস্তায় আছড়ে পড়ে ক্ষোভ। সকাল থেকে সন্ধ্যা, একই দাবিতে স্বাস্থ্যভবনের সামনেই বসে রয়েছেন তাঁরা।