আনন্দপুরে বেঁচে ফিরেছেন যিনি, দেখা করলেন অশোক দিন্দা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 29, 2026 | 5:38 PM

এখনও পর্যন্ত ১৬টি দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাঁচ জনের ময়নাতদন্তে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার সামনে এসেছে আগুন লাগার আসল কারণ। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, মোমো গুদাম নয়, প্রথম আগুন লাগে ডেকরেটর্সের গুদামে। দমকল ও ফরেন্সিক থেকে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই এসেছে পুলিশের হাতে।

রবিবার রাত ১ টার কিছু পরে আগুন লাগে। মঙ্গলবার বেলা পর্যন্তও ধিক ধিক করে জ্বলেছে আগুন। ছাইয়ের মাঝে মিশে মানুষের হাড়ের গুড়ো। ভিতর থেকে তিনটি পোড়া শরীর-সহ ২১ টি দেহাংশ উদ্ধার হয়েছে। দুটো বস্তায় ভরে সেসব গিয়েছে কাটাপুকুর মর্গে। এখনও নিখোঁজ অন্ততপক্ষে ২৭! এখনও পর্যন্ত ১৬টি দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাঁচ জনের ময়নাতদন্তে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার সামনে এসেছে আগুন লাগার আসল কারণ। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, মোমো গুদাম নয়, প্রথম আগুন লাগে ডেকরেটর্সের গুদামে। দমকল ও ফরেন্সিক থেকে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই এসেছে পুলিশের হাতে।