AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asit Majumdar: 'BLA-2-রা থাকতে দিচ্ছে না, তাই হিয়ারিং বন্ধ করে দিয়েছি'

Asit Majumdar: ‘BLA-2-রা থাকতে দিচ্ছে না, তাই হিয়ারিং বন্ধ করে দিয়েছি’

Ashique Insan

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Dec 29, 2025 | 7:56 PM

Share

TMC: তাঁর হুঁশিয়ারি, বিএলএ ২-দের শুনানিতে রাখতে হবে। না হলে বন্ধ থাকবে শুনানি। বিডিও-র সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের। আর তারপরই তিনি শুনানি বন্ধ করে দেন। ফিরে এসে নিজের অফিস থেকে সরাসরি ফোন করে এসডিও-র কাছে।

এসআইআর-এর শুনানির মাঝে বিএলএ ২-দের ঢুকতে বাধা। কিন্তু তাঁদের ঢোকানোর জন্য বিধায়কের গা জোয়ারি। তাই নিয়ে উত্তেজনা চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে। শুনানির মাঝে গিয়েই বিধায়ক অসিত মজুমদারের হম্বিতম্বি। তাঁর হুঁশিয়ারি, বিএলএ ২-দের শুনানিতে রাখতে হবে। না হলে বন্ধ থাকবে শুনানি। বিডিও-র সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের। আর তারপরই তিনি শুনানি বন্ধ করে দেন। ফিরে এসে নিজের অফিস থেকে সরাসরি ফোন করে এসডিও-র কাছে।