AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burning Train: ট্রেনে বিধ্বংসী আগুন, ভিতরেই ঝলসে মৃত ১!

Burning Train: ট্রেনে বিধ্বংসী আগুন, ভিতরেই ঝলসে মৃত ১!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 29, 2025 | 7:04 PM

Share

Tatanagar–Ernakulam Express: টাটানগর-এরনাকুলাম এক্সপ্রেসের এসি কোচে আগুন লাগে। আগুন সামনে আসার পরই তড়িঘড়ি ট্রেন থাময়ে দেন লোকো পাইলট। ট্রেন থেকে নেমে পড়েন আতঙ্কিত যাত্রীরা। জানা গিয়েছে, বি-১ কোচে প্রথম আগুন লাগে। আর তারপর সেই আগুন ছড়িটে পড়ে পাশের কোচেও।

ভারতীয় রেলে ‘বার্নিং ট্রেন’। আর ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। অন্ধ্র প্রদেশের ইয়ালামানচিলিতে ট্রেনে বিধ্বংসী আগুন। ট্রেনের ভিতরেই ঝলসে মৃত্যু হয় ১ জনের। টাটানগর-এরনাকুলাম এক্সপ্রেসের এসি কোচে আগুন লাগে। আগুন সামনে আসার পরই তড়িঘড়ি ট্রেন থাময়ে দেন লোকো পাইলট। ট্রেন থেকে নেমে পড়েন আতঙ্কিত যাত্রীরা। জানা গিয়েছে, বি-১ কোচে প্রথম আগুন লাগে। আর তারপর সেই আগুন ছড়িটে পড়ে পাশের কোচেও। পরবর্তীতে দমকল আসে ও সেই আগুন নেভানোর কাজ শুরু করে।

Published on: Dec 29, 2025 07:04 PM