Suvendu Adhikari: তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু

|

Dec 24, 2025 | 7:17 PM

Suvendu Adhikari Speech Today: এদিন নিজের সভা থেকে বার্তা দিয়েছেন শুভেন্দু। তবে এই সভা নিয়ে টালবাহানা কম ছিল না। বুধবার শর্তসাপেক্ষে শুভেন্দু গঙ্গাসাগর কর্মসূচির অনুমোদন দিয়েছে আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মিলেছে অনুমতি। সাত হাজার সমর্থকের উপস্থিতিতে দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলল কর্মসূচি।

কলকাতা: সাগরে ভাষণ রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ছাব্বিশে পরিবর্তন করতেই হবে, এদিন নিজের সভা থেকে বার্তা দিয়েছেন শুভেন্দু। তবে এই সভা নিয়ে টালবাহানা কম ছিল না। বুধবার শর্তসাপেক্ষে শুভেন্দু গঙ্গাসাগর কর্মসূচির অনুমোদন দিয়েছে আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মিলেছে অনুমতি। সাত হাজার সমর্থকের উপস্থিতিতে দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলল কর্মসূচি।

কী বার্তা দিলেন শুভেন্দু?

সাগরে পদ্ম ফোটানোর কথা বলেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘সাগরে তৃণমূলকে আমি এনেছিলাম, ৪ মাস পর আমি বিজেপিকে আনব।’