Chingrihata Connector: চিংড়িঘাটায় ঘুরে গেল রাস্তা, এবার কোন রাস্তা দিয়ে যাবেন?

|

Jan 22, 2026 | 3:28 PM

Kolkata Metro Work: মেট্রোর করিডরের নীচ দিয়ে নতুন রাস্তা দীর্ঘ কয়েক মাস আগেই তৈরি হয়ে গিয়েছিল। চিংড়িঘাটা উড়ালপুলের ওঠার আগে রাস্তাটিকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু সবুজ সংকেতের অপেক্ষায় যান চলাচল শুরু করছিল না কলকাতা ট্রাফিক পুলিশ।

চিংড়িঘাটায় গত এক বছরেরও বেশি সময় ধরে আটকে রয়েছে মেট্রোর কাজ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কড়া হতেই নতুন রাস্তা বের করে ফেলল কলকাতা পুলিশ। উত্তরমুখী অর্থাৎ সাইন্স সিটির দিক থেকে যে রাস্তা উল্টোডাঙার দিকে যাচ্ছে, ক্যাপ্টেন ভেড়ির লাগোয়া অংশ থেকে নতুন রাস্তা দিয়ে যান চলাচল শুরু করে দিল পুলিশ। ক্যাপ্টেন ভেড়ির দিক থেকে প্রায় ৪৫০ মিটার অংশ ডাইভারশন বা রাস্তা ঘুরিয়ে চিংড়িঘাটা উড়ালপুল পেরিয়ে বাঁদিকের অংশ থেকে গাড়ি বের করানোর কাজ শুরু করল।

মেট্রোর করিডরের নীচ দিয়ে নতুন রাস্তা দীর্ঘ কয়েক মাস আগেই তৈরি হয়ে গিয়েছিল। চিংড়িঘাটা উড়ালপুলের ওঠার আগে রাস্তাটিকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু সবুজ সংকেতের অপেক্ষায় যান চলাচল শুরু করছিল না কলকাতা ট্রাফিক পুলিশ। চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের কাজ নিয়ে কলকাতা হাইকোর্ট কড়া হতেই এই রাস্তা দিয়ে যান চলাচলের কাজ শুরু হলো বলেই মনে করছেন মেট্রোর আধিকারিকরা।

উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ড সূত্রে খবর, এখন থেকে বাস এবং মালবাহী যানগুলি ওই রাস্তা দিয়ে ঢুকে চিংড়িঘাটার দিকে বেরোবে। বাইক, ট্যাক্সি বা ছোট ছোট গাড়িগুলি আগের মতই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়েই যাতায়াত করবে।

চিংড়িঘাটায় মেট্রোর ৩৬৬ মিটার কাজের জন্য দীর্ঘদিন ধরেই রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতা মেট্রোর তরফে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের কাছে তদ্বির করা হচ্ছিল। ট্রাফিক ব্লক বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটার অংশে রাস্তা রাতের বেলায় অন্তত তিনদিন বন্ধ করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কোনও অনুরোধেই কোন কাজ না হওয়ায় বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছয়।

Published on: Jan 22, 2026 03:18 PM