Balika Samriddhi Yojana: সরকার দিচ্ছে কন্যার শিক্ষার টাকা,পান এভাবে
'বেটি বাঁচাও বেটি পড়াও' ছাড়াও আছে একটি স্কিম। এই স্কিমেও শিশুকন্যারা শিক্ষার জন্য অর্থ সাহায্য পায়। এর নাম 'বালিকা সমৃদ্ধি যোজনা'। একটি পরিবারে সর্বাধিক দুজন বালিকা এই অর্থ সাহায্য পেতে পারে। কেন্দ্র সরকারের এই স্কিম চালু হয় ১৯৯৭এ।
‘বেটি বাঁচাও বেটি পড়াও’ ছাড়াও আছে একটি স্কিম। এই স্কিমেও শিশুকন্যারা শিক্ষার জন্য অর্থ সাহায্য পায়। এর নাম ‘বালিকা সমৃদ্ধি যোজনা’। একটি পরিবারে সর্বাধিক দুজন বালিকা এই অর্থ সাহায্য পেতে পারে। কেন্দ্র সরকারের এই স্কিম চালু হয় ১৯৯৭এ। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কলারশিপের টাকা পায় ছাত্রী। প্রথম থেকে তৃতীয় শ্রেণী স্কলারশিপ ৩০০ টাকা। তারপর প্রতি বছর ১০০ টাকা করে বেড়ে দশম শ্রেণীতে ১০০০ টাকা স্কলারশিপ পায় শিশুকন্যা। বছরে একবার দেওয়া হয় এই স্কলারশিপের রাশি। কীভাবে পাবেন এই টাকা? লাগবে কন্যাসন্তানের ও অভিভাবকের কিছু নথি। জন্মের শংসাপত্র, অভিভাবকের পরিচয়পত্র। এছাড়াও লাগবে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবুক। ফর্ম পাওয়া যায় অনলাইন কিংবা অফলাইনে। শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের আবেদনপত্র আলাদা। স্বাস্থ্যকেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আবেদন করা যায়।
Latest Videos