Bangladesh Cricket: ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ, বয়কট করলেই ক্রিকেট থেকে ব্যান?

Jan 04, 2026 | 2:06 PM

Bangladesh Cricket Board: মুস্তাফিজুর ইস্যুতে কড়া অবস্থানে ভারত। বেপরোয়া হয়েই ICC-এর দ্বারস্থ বাংলাদেশ। আর তারপরই ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ। আইসিসিকে পুরো বিষয়টি জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ ক্রীড়ামন্ত্রীর। ৩ জানুয়ারি রাতেই এই বিষয়ে বৈঠকে বসে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

ক্রিকেট থেকে আস্তে আস্তে পাততাড়ি গোটাচ্ছে ইউনূসের দেশ? মুস্তাফিজুর ইস্যুতে কড়া অবস্থানে ভারত। বেপরোয়া হয়েই ICC-এর দ্বারস্থ বাংলাদেশ। আর তারপরই ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ। আইসিসিকে পুরো বিষয়টি জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ ক্রীড়ামন্ত্রীর। ৩ জানুয়ারি রাতেই এই বিষয়ে বৈঠকে বসে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। ভারতে অনুষ্ঠিত হতে চলে টি-২০ বিশ্বকাপে ইডেনে ম্যাচ রয়েছে বাংলাদেশের। আর সেই ম্যাচ সরাতেই আইসিসির দ্বারস্থ হতে চাইছে বাংলাদেশ। তবে, একই সঙ্গে এটাও ঠিক যে বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে শাকিব, মুস্তাফিজুরদের দেশের বোর্ডকে। ফলে, তারা এতবড় ঝুঁকি নেবে কি না, সেটাও একটা বড় প্রশ্ন। ফলে, পাল্টা চাপ দিতে গিয়ে কি চাপে পড়বে বাংলাদেশই? প্রশ্ন সেটাও।

Published on: Jan 04, 2026 02:05 PM